কেউ বলছেন জমিতে ব্যবহৃত কোন বিষাক্ত কীটনাশকের কারণে ঘটতে পারে এই ঘটনা। আবার কেউ কেউ মনে করছেন বার্ড ফ্লু বা অন্য কোন ভাইরাসও এর পিছনে থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—একই জমিতে একসঙ্গে এত পাখি কীভাবে মৃত পড়ে থাকল?
advertisement
জলপাইগুড়ির এক পরিবেশপ্রেমী সুমন চৌধুরী জানান, “এক জমিতে একসঙ্গে এত পাখির মৃত্যু অস্বাভাবিক। বিষক্রিয়া কিংবা ভাইরাস—কোন কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জমির মাটি পরীক্ষা করলেই হয়ত সত্যিটা জানা যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, “এই জমির পাশেই গরুমারা জঙ্গল, উল্টোদিকে চাপড়ামারির জঙ্গল। পক্ষীজগতের উপর প্রভাব পড়তে পারে এরকম ঘটনায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বন দফতরের দ্রুত তদন্ত করা উচিত।”
ইতিমধ্যে বন দফতরের আধিকারিকেরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন। মৃত পাখিগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই অস্বাভাবিক পাখি মৃত্যু ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। প্রকৃত কারণ সামনে এলেই মিলবে এই রহস্যের সমাধান!
সুরজিৎ দে