TRENDING:

Rail News| Indian Railways|| সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন, মালদহ থেকে ছুটবে মুম্বই, জানুন সময়সূচি

Last Updated:

Indian Railways Special Train: গ্রীষ্মকালীন সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন চলাচল করবে মালদহ টাউন ও মুম্বইয়ের মধ্যে। রেলের পক্ষ থেকে সাপ্তাহিক এই ট্রেনটি চালানোর পরিকল্পনা গ্রহন করা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: গ্রীষ্মকালীন সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন চলাচল করবে মালদহ টাউন ও মুম্বইয়ের মধ্যে। গ্রীষ্মকালে যাত্রীদের ভিড় হয় এই রুটে। তাই ভারতীয় রেলের পক্ষ থেকে সাপ্তাহিক এই ট্রেনটি চালানোর পরিকল্পনা গ্রহন করা হয়েছে। মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটি বুধবার করে ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা দেবে। অপরদিকে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনার্স স্টেশন থেকে ট্রেনটি প্রতি সোমবার মালদহের উদ্দেশ্য রওনা দেবে।
মালদহ টাউন মুম্বইয়ের মধ্যে স্পেশ্যাল ট্রেন
মালদহ টাউন মুম্বইয়ের মধ্যে স্পেশ্যাল ট্রেন
advertisement

আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি চালু হতে পারে। রেলের পক্ষ থেকে গত বছরেও এই স্পেশ্যাল ট্রেন চালানো হয়েছিল। ট্রেনটি চালু হলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-সহ বিহারের বহু মানুষের উপকার হবে।রেল সূত্রে জানা গিয়েছে, ছত্রপতি শিবাজি টার্মিনাস–মালদহ টাউন সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনটি ১০.০৪.২০২৩ থেকে চালু হবে। ২৯.০৫.২০২৩ পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ বাতিল করতে হতে পারে সপ্তাহান্তে পুরুলিয়ার প্ল্যান, রইল জেলায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস

advertisement

প্রতি সোমবার ১১.০৫ মিনিটে ছত্রপতি শিবাজী টার্মিনাস স্টেশন ছেড়ে যাবে। অপরদিকে মালদহ টাউন–ছত্রপতি শিবাজী টার্মিনাস সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনটি মালদহ টাউন থেকে প্রতি বুধবার ১২.২০ মিনিটে ছাড়বে।

আগামী ১২.০৪.২০৩২ থেকে ট্রেন চালু হবে। চলবে ৩১.০৫.২০২৩ পর্যন্ত। গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনটি উভয় দিকের পথে পূর্ব রেলওয়ের এখতিয়ারের মধ্যে নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, আভাইপুর এবং কিউল স্টেশনে থামবে। বিশেষ ট্রেনটিতে প্রথম শ্রেণী (1A), দ্বিতীয় শ্রেণীর এসি (2A) এবং তৃতীয় AC বা AC 3-টিয়ার (3A) থাকার ব্যবস্থা থাকবে।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rail News| Indian Railways|| সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন, মালদহ থেকে ছুটবে মুম্বই, জানুন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল