TRENDING:

Siliguri News: জলের দরে দেশ-বিদেশের ট্যুর প্যাকেজ, সুযোগ মাত্র ৩ দিন! জেনে নিন কীভাবে করবেন বুকিং

Last Updated:

দেশ-বিদেশের শতাধিক পর্যটন সংস্থার হাত ধরে এমন সুযোগ মিলতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে বেঙ্গল ট্রাভেল মার্টI শিলিগুড়িতে হতে চলেছে বেঙ্গল ট্রাভেল মার্ট। এখানেই পাবেন দেশ-বিদেশের নানা পর্যটন কেন্দ্রের সন্ধান। সঙ্গে অন স্পট বুকিংয়ে থাকছে বিশাল ডিসকাউন্ট। এখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটন ব্যবসায়ীরা আসবেন। সেখান থেকে স্পেশাল ট্যুরিস্ট প্যাকেজ পেয়ে যেতে পারেন আপনি। শিলিগুড়ির কাছে একটি বিলাসবহুল রিসর্টে মার্টের আয়োজন করেছে সংগঠন। বেঙ্গল ট্রাভেল মার্টের এটি অষ্টম সংস্করণ। যেখানে প্রথমবার অংশ নিতে চলেছে প্রতিবেশী দেশ ভুটান ৷ প্রথমবার এই পর্যটন মেলায় থাকবে না প্রতিবেশী বাংলাদেশ ৷ এর কারণ সেখানকার অস্থির পরিস্থিতি ও ভারত-বিরোধিতার অংশ বলেই মনে করা হচ্ছে ৷
advertisement

১৭ ডিসেম্বর থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলা অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্টে অংশ নিচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড ৷ এছাড়াও ত্রিপুরা, সিকিম, গুজরাত, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলিও পর্যটন মেলায় অংশ নেবে৷ ভুটানের পর্যটন সহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ভুটান, নেপাল অ্যাসোসিয়েশন অফ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস, পর্যটন মন্ত্রক, অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটরস অফ ইন্ডিয়া’র মত সংস্থাও অংশ নেবে৷ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্রাভেল মার্টের বিষয়ে জানান ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং নেপাল ট্যুরিজম বোর্ডের আধিকারিকরা ৷ অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট ১৭-১৯ ডিসেম্বর পর্যন্ত হবে ৷ যেখানে দেশ-বিদেশের শতাধিক পর্যটন সংস্থা ও ১২০টির বেশি আন্তর্জাতিক হোটেল সংস্থা অংশ নেবে ৷

advertisement

আরও পড়ুন: পকেটে মাত্র ১০০০ টাকা থাকলেই হবে, ঘুরে আসুন কালিম্পংয়ের এই ‘স্বপ্ন’ ডেস্টিনেশন থেকে! হোমস্টের জানলায় মেঘ এসে ধরা দেয় যখন তখন!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

পর্যটন ব্যবসায়ী সুরিয়া থাপালিয়া বলেন, “বেঙ্গল ট্রাভেল মার্টের কারণে নেপালে পর্যটনে অনেক প্রসার ঘটেছে ৷ এবারের পর্যটন মেলার মাধ্যমে পূর্ব নেপালে থাকা পর্যটন কেন্দ্রগুলি তুলে ধরা হবে ৷ সেখানে কোশি জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন ৷” এথোয়ার চেয়ারম্যান দেবাশিস মৈত্র বলেন, “এবার ভুটান আমাদের সঙ্গে এই পর্যটন মেলায় অংশ নিচ্ছে ৷ পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দফতর এই মেলাকে সবরকমভাবে সহযোগিতা করছে৷ বেঙ্গল ট্রাভেল মার্টের মাধ্যমে নেপাল ও ভুটানের হোমস্টের সঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ ডুয়ার্সের হোমস্টেগুলির যোগসূত্র করা আমাদের লক্ষ্য৷ এতে নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং ও কালিম্পংকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরি করা যাবে৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: জলের দরে দেশ-বিদেশের ট্যুর প্যাকেজ, সুযোগ মাত্র ৩ দিন! জেনে নিন কীভাবে করবেন বুকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল