এখন প্রচন্ড গরম তার উপর রমজান মাস চলছে। ফলে এই সময় যেকোনও ধরনের ফলের চাহিদা বেশি। সেই সুযোগেই মালদহের বাজারে বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের পাকা আম। জেলার আমের মত স্বাদ না হলেও দক্ষিণ ভারতের এই আমের স্বাদও বেশ মিষ্টি। শহরের বাজার থেকে গ্রামগঞ্জের বাজারে দেদার বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের এই আম। এর কারণ হল, মালদহের পাকা আম বাজারে আসার সময় এখনও হয়নি। তা বাগানে এখন গুটি অবস্থায় রয়েছে। মালদহের আম পেকে বাজারে আসতে এখনও অনেক দেরি।
advertisement
আরও পড়ুন: ভোট মানেই জোরপাটকির কাছে আতঙ্ক, কেন্দ্রীয় বাহিনী যেন এখানে মূর্তিমান ‘যমদূত’!
সেই সুযোগেই রমজান মাসের সময় জেলার বাজার দেদার বিক্রি হচ্ছে ভিন রাজ্যের বিভিন্ন আম। আপাতত আগামী দু’মাস বাজারে থাকবে দক্ষিণ ভারতের আম। আমের স্বাদ মেটাতে জেলাবাসী আম কিনছেন। তবে দাম বেশি ও স্বাদও তেমন না হওয়ায় এই আম খেয়ে মন ভরছে না।
আরও পড়ুন: মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামে মেডিকেল ক্যাম্প, শিশুর চোখ থেকে বের হল পাথর
বর্তমানে খোলা বাজারে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের আম। মে মাসের শেষে থেকে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে মালদহের আম বাজারে বিক্রি শুরু হবে। অপরদিকে দক্ষিণ ভারতে ডিসেম্বর মাস থেকেই আম গাছে মুকুল ফুটতে শুরু করে। তাই দক্ষিণ ভারতের আম বাজারে আগেই চলে আসে। মালদহ ফল বাজার সমিতির সভাপতি গৌতম কুমার সাহা বলেন, একে প্রচন্ড গরম তার উপর রমজান মাস চলছে। তাই দক্ষিণ ভারতের আমের চাহিদা রয়েছে। তবে জেলার আম বাজারে চলে এলে আর কেউ এই দক্ষিণ ভারতের আম কিনবে না।
হরষিত সিংহ