Jalpaiguri Mini Tornado: মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামে মেডিকেল ক্যাম্প, শিশুর চোখ থেকে বের হল পাথর
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Jalpaiguri Mini Tornado: বিধ্বংসী ঝড় এসে শুধুই যে ঘর-বাড়ি কেড়ে নিয়েছে তা নয়। কেড়ে নিয়েছে সাধারণ মানুষের শারীরিক, মানসিক শান্তিও। ওলট পালট দমকা হাওয়ায় একটি শিশুর চোখে নীচে ক্ষত তৈরি হয়ে ঢুকে গিয়েছিল বেশ কয়েকটি গুঁড়ি গুঁড়ি পাথর
জলপাইগুড়ি: মিনি টর্নেডোয় বিধ্বস্ত জলপাইগুড়ির গ্রামে বসল মেডিকেল ক্যাম্প। সেদিনের প্রাকৃতিক বিপর্যয়ে পাথর ঢুকে গিয়েছিল গ্রামের এই এক শিশুর চোখে। মেডিকেল ক্যাম্পে সেই পাথর বের করা হল তার চোখ থেকে।
বিধ্বংসী ঝড় এসে শুধুই যে ঘর-বাড়ি কেড়ে নিয়েছে তা নয়। কেড়ে নিয়েছে সাধারণ মানুষের শারীরিক, মানসিক শান্তিও। ওলট পালট দমকা হাওয়ায় একটি শিশুর চোখে নীচে ক্ষত তৈরি হয়ে ঢুকে গিয়েছিল বেশ কয়েকটি গুঁড়ি গুঁড়ি পাথর। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানোর পর সেখানকার চিকিৎসকরা সেই পাথরগুলি বের করে শিশুটিকে বিপদমুক্ত করেন। ময়নাগুড়ির বার্নিশ গ্রামের ঘটনা।
advertisement
advertisement
রবিবার কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গেছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এবং পুটিমারি এলাকা। বিধ্বংসী ঝড়ে আহত হয়েছে বহু মানুষ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন আহতরা। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি চিকিৎসা পরিষেবার পাশাপাশি এবার সেই এলাকার মানুষজনকে চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এল মেডিকেল ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন।
advertisement
টর্নেডো বিধ্বস্ত এলাকায় ঘুরে ঘুরে মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের প্রাথমিক চিকিৎসা করেন। সদস্যদের হাত দিয়েই এদিন বেরিয়ে এল এক শিশুর চোখের নিচে ক্ষত থেকে পাথর। গত মঙ্গলবার থেকে এই সংস্থার সদস্যরা চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। এদিন চোকুয়া বাড়ি এবং ভাটিবাড়ি এলাকায় চিকিৎসা শিবির করেন সংস্থার সদস্যরা। এতে খানিকটা হলেও স্বস্তি মিলেছে বাসিন্দাদের।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2024 6:48 PM IST








