Auto Accident: স্কুলে যাওয়ার পথে অটো উল্টে গুরুতর জখম দুই শিক্ষক
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Auto Accident: রোজের মতই ওই দুই শিক্ষক ভাড়া করা অটোয় করে স্কুলের দিকে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ রাস্তায় এক ব্যক্তি চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়
দক্ষিণ দিনাজপুর: স্কুলে যাওয়ার পথে অটো উল্টে গুরুতর জখম হলেন দুই শিক্ষক। বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে তপন ব্লকের শিমুলতলা এলাকায়। বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে ওই দুই শিক্ষকের চিকিৎসা চলছে।।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, রোজের মতই ওই দুই শিক্ষক ভাড়া করা অটোয় করে স্কুলের দিকে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ রাস্তায় এক ব্যক্তি চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়। আর তাতেই মারাত্মক জখম হন ওই শিক্ষকরা। স্থানীয়রা আহত দুই শিক্ষককে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
এই ঘটনা আরও একবার দেখা গেল, প্রশাসন যতই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পের প্রচার চালাক না কেন পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের একাংশের কিছুতেই হুঁশ ফিরছে না। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় ওই দুই স্কুল শিক্ষকের মাথায় আঘাত লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে তপন থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2024 6:34 PM IST







