Sunukpahari Eco Park: দেখা পেলেই প্রচন্ড গতিতে দৌড়ে আসবে আপনার দিকে! পরিত্যক্ত পার্কে দানব

Last Updated:

Sunukpahari Eco Park: পাঁচফুটের বেশি উচ্চতার একটি পাখি। দৌড়াতে পারে প্রচন্ড গতিতে। এই দানবীয় পাখিটির নাম এমু পাখি। অস্ট্রেলিয়ার তৃণভূমিতে পাওয়া যায় এই পাখি

+
এমু

এমু পাখি 

বাঁকুড়া: শহরের থেকে বহু দূরে নির্জন এক জায়গায় বন্ধ হয়ে পড়ে রয়েছে বিরাট এক পার্ক। সেই পার্কের ভিতরে রয়েছে এক দানব। ভয়ঙ্কর মনে হলেও একেবারে সত্যি। চারিদিকে শুধু জঙ্গল আর ঝোপঝাড়। পার্কের জং ধরা বন্ধ হয়ে পড়ে থাকা গেটের সামনে দাঁড়ালে গা ছম ছম করতে বাধ্য। একমাত্র কেয়ার টেকারের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখ কপালে উঠল। বন্ধ হয়ে পড়ে রয়েছে সব রকমের ফেসিলিটি, বাচ্চাদের পার্কের দোলনায় ধরেছে জং। প্রকৃতির মাঝে মনে হবে এ যেন হলিউডের ভৌতিক সিনেমার দৃশ্য। পার্ক ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে যেতে যেতেই চোখে পড়ল যত্নের অভাবে পরে রয়েছে ছাউনি এবং পানীয় জল এবং শৌচালয়। দানবের দর্শন পেতে হলে যেতে হবে আরও কিছুটা। বেশ কিছু ছোট বড় গাছ এবং শুকনো ঝোপঝাড় পার করে পৌঁছে যাবেন দানবের ডেরায়।
প্রায় পাঁচফুটের বেশি উচ্চতার একটি পাখি। দৌড়াতে পারে প্রচন্ড গতিতে। এই দানবীয় পাখিটির নাম এমু পাখি। অস্ট্রেলিয়ার তৃণভূমিতে পাওয়া যায় এই পাখি। উচ্চতা মোটামুটি পাঁচ ফুট এবং ওজন হয় ৩৫-৪৫ কেজির মধ্যে। বাঁকুড়ার শুনুকপাহাড়িতে রয়েছে শুনুকপাহাড়ি ইকো পার্ক। এই পার্কে আগে বাস করত চার চারটি এমু পাখি। তবে সেই সংখ্যাটা এখন ঠেকেছে মাত্র একটিতে। পার্কের এবং পাখিটির দেখভাল করেন সুভাষ পাল। তিনি জানান, পাখিটি এমনিতে শান্ত শিষ্ট হলেও খাঁচায় অন্য কেউ ঢুকে পড়লেই রুদ্র মূর্তি ধারণ করে তেড়ে আসে। সেই কারণেই কেউ স্পেশাল ভিসিট করতে এলেও খোলা হয়না খাঁচার গেট।
advertisement
advertisement
বাঁকুড়া-১ ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুনুকপাহাড়ির এই ইকো পার্কটি লক ডাউনের সময় থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে এখানকার পরিকাঠামো। পার্কের ভিতরে কমেছে প্রাণীর সংখ্যা। কিছু খরগোশ, পায়রা এবং একটি মাত্র এমু পাখি রয়েছে এখন।আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাহামনি মুর্মু হেমব্রম জানান, সাম্প্রতিক একটি বৈঠকে পার্কটির কথা উঠেছিল। সেখানে বিডিও জানিয়েছেন আবার এটি চালু হবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sunukpahari Eco Park: দেখা পেলেই প্রচন্ড গতিতে দৌড়ে আসবে আপনার দিকে! পরিত্যক্ত পার্কে দানব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement