TRENDING:

South Dinajpur News: এক জমিতেই হরেক ফসল! অভিনব পদ্ধতিতে চাষ "সাথী ফসল"

Last Updated:

ধানের ক্ষেতের মধ্যে ফলছে একাধিক সবজি। প্রযুক্তির কল্যাণে একটু সচেতন হলেই অভিনব পদ্ধতি সাথী ফসল চাষের মধ্যে দিয়ে ব্যাপক লাভের মুখ দেখছে বালুরঘাট ব্লকের ফুলঘরা গ্রামের কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : ধানের ক্ষেতের মধ্যে ফলছে একাধিক সবজি। ভাবতে অবাক লাগলেও স্থানীয় কৃষকরা অভিনব এই চাষের মধ্যে দিয়ে তাক লাগিয়েছে। প্রযুক্তির কল্যাণে একটু সচেতন হলেই অভিনব পদ্ধতি \"সাথী ফসল\" চাষের মধ্যে দিয়ে ব্যাপক লাভের মুখ দেখছে বালুরঘাট ব্লকের ফুলঘরা গ্রামের একাধিক কৃষক।স্থানীয় কৃষকদের পক্ষ থেকে জানা যায় কম সময়ে যে কোন ফসলের জন্য নতুন ধরনের এই চাষ এর পদ্ধতির জুড়ি নেই।
advertisement

পাশাপাশি এই ধরনের চাষ করতে কৃষকদের উৎসাহিত করছে জেলা কৃষি দফতর। বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা এলাকা বরাবরই রবি শস্য উৎপাদনের পাশাপাশি সবজি চাষের জন্য জেলা জুড়ে যথেষ্ট খ্যাতি রয়েছে ।

স্থানীয় কৃষকদের পক্ষ থেকে জানা যায় বেশ কয়েক বছর আগে ফসলি জমিতে শুধু ধান চাষ করতেন। তাতে খুব একটা লাভ হতো না তাদের।বর্তমানে এলাকার বেশকিছু কৃষক জেলা কৃষি দপ্তরের সহযোগিতায় তাদের জমিতে চাষ করছেন সাথী ফসল। আর এই সাথী ফসল চাষ করবার ফলে বিগত কয়েক বছর ধরে সাফলতাও পাচ্ছেন তারা। এর ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে একাধিক ফসল চাষ।একই জমিতে একত্রে বা পর্যায়ক্রমে একাধিক ফসল উৎপাদন করার পদ্ধতিকে সাথি ফসল বলে। বর্তমানে বোয়ালদার পঞ্চায়েতের ফুলভরা এলাকার বহু কৃষক সাথী ফসল করতে উদ্যোগী হয়েছে।

advertisement

এলাকার স্থানীয় কৃষক বসুধা রঞ্জন সরকারের কথায়, বিগত কয়েক বছর যাবত এই সাথী ফসল উৎপাদন করে চাষের খরচ কমার পাশাপাশি সবজি চাষ করে অনেকটাই লাভ এর মুখ দেখা যাচ্ছে। একই জমিতে একসঙ্গে শসা,করলা, পটল,বটবটি সহ একাধিক সবজির পাশাপাশি ধান চাষ হচ্ছে।এর ফলে কয়েক বছর আগে যে পরিমাণ খরচ হতো বর্তমানে সেই খরচ প্রায় অর্ধেক হয়ে গেছে।

advertisement

আরও পড়ুন: Howrah News: দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরের আদলে হাওড়ায় নির্মিত কালী মন্দির

আরও পড়ুন: Online College Admission: বড় খবর! স্নাতকে কেন্দ্রীয়ভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু চলতি শিক্ষাবর্ষেই! যা হতে চলেছে...

আমার এই চাষ দেখে গ্রামের অন্যান্য বহু কৃষক এই চাষ কিভাবে করা হচ্ছে সেইসব বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা করছে।আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে এলাকার বহু কৃষকের সাথী ফসল করবার দিকে ঝুঁকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: এক জমিতেই হরেক ফসল! অভিনব পদ্ধতিতে চাষ "সাথী ফসল"
Open in App
হোম
খবর
ফটো
লোকাল