TRENDING:

South Dinajpur News: ঝুলছে জানলা, নীচের অংশ হাওয়া! লক্ষ লক্ষ টাকার বাড়ি-ঘর এইভাবেই হচ্ছে ভ্যানিশ, চিন্তা তো বাড়বেই

Last Updated:

South Dinajpur News: দীর্ঘ সময় খাড়ি লাগোয়া বাড়িগুলিতে জল ঢুকে থাকায় জল নামতেই বাড়ি ভাঙতে শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: প্রতিবছর বর্ষার পর নদীর জলস্তর বৃদ্ধি পেতেই তাসের ঘরের মত বেশকিছু বাড়ি ভাঙ্গনের কবলে পড়ে। বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী খাড়ির পশ্চিম পাড়ের এই সমস্যা নতুন নয়। দীর্ঘদিন যাবৎ প্রায় শতাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত। ব্যাপকভাবে আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল এবং দীর্ঘ সময় খাড়ি লাগোয়া বাড়িগুলিতে জল ঢুকে থাকায় জল নামতেই বাড়ি ভাঙতে শুরু করে।
advertisement

চলতি বছরেও একই ঘটনার সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। বেশ কিছু বাড়ি বসে গেছে। কোথাও আবার বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিগত ৫০ বছর আগে এই কলোনি ধীরে ধীরে গড়ে ওঠে। আত্রেয়ী নদীর সঙ্গে সংযুক্ত হবার ফলে নদীর জল বেড়ে গেলেই খাড়ির জল প্রতিবার বর্ষার সময় দীর্ঘ দিন ধরে বিপদ সীমার উপরে থাকে। এমনকি খাড়ির জল কলোনির ভেতরে প্রবেশ করে। যখন নদীর জলস্তর বৃদ্ধি হয় তখন আর খাড়ির জল নামতে পারেনা।

advertisement

আরও পড়ুন: সোনার পদক জয়ের স্বপ্ন! লড়ছেন আদিবাসী আবাসিক ছাত্রীরা

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ দাবি করছেন, “১কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দফতর এবং দ্রুত গার্ড ওয়াল নির্মাণের কাজ শুরু হবে। শুধুমাত্র খাড়ির পশ্চিম পাশে নয়, একই রকম ভাবে খাড়ির পূর্ব পাশেও গার্ডওয়াল দেওয়া এবং খাড়ির সৌন্দর্যায়নের প্রকল্প গ্রহণ করেছে বালুরঘাট পুরসভা। তবে প্রাথমিকভাবে ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয় করে খাড়ির পশ্চিম পাশের গার্ডওয়াল নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।”

advertisement

View More

আরও পড়ুন: শরীর ছিপছিপে-ফিট রাখতে তারকাদের প্রথম পছন্দ ‘ ABC জুস’, কীভাবে বানাবেন? পড়ুন

দীর্ঘদিনের এই সমস্যা থেকে সমাধান পেতে স্থানীয় বাসিন্দারা বহু জায়গায় দরবার করবার পাশাপাশি দাবি ছিল অন্ততপক্ষে কংক্রিটের গার্ডওয়াল তৈরি করা কিংবা বাঁধ নির্মাণ করা হোক পশ্চিম পাশে। যাতে জলস্তর বৃদ্ধি পেলেও বাড়িগুলির ক্ষতি না হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ঝুলছে জানলা, নীচের অংশ হাওয়া! লক্ষ লক্ষ টাকার বাড়ি-ঘর এইভাবেই হচ্ছে ভ্যানিশ, চিন্তা তো বাড়বেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল