South Dinajpur News: সোনার পদক জয়ের স্বপ্ন! লড়ছেন আদিবাসী আবাসিক ছাত্রীরা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News: আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশ্বভারতী আদিবাসী কল্যাণ নামে একটি সংগঠন গ্রামের প্রায় ৪৫ জন ছাত্রীর আবাসিক স্কুল সহ আত্মরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
দক্ষিণ দিনাজপুর: আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশ্বভারতী আদিবাসী কল্যাণ নামে একটি সংগঠন গ্রামের প্রায় ৪৫ জন ছাত্রীর আবাসিক স্কুল সহ আত্মরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই বিজয়শ্রী গ্রামে রমরমিয়ে চলছে এই সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ।
জেলার প্রত্যন্ত এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীরা এসে এই আশ্রমে থেকে পড়াশোনা করার পাশাপাশি আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছে। জাতীয় স্তরে রুপোর পদক জয়ী কমলি কিস্কু জানান, “শুধুমাত্র আত্মরক্ষা নয়, নিজের প্রতিষ্ঠার লক্ষ্যেও নিরলস প্রচেষ্টা করে চলেছেন তাঁরা। সঠিক প্রশিক্ষণ পেলে আগামী দিনে তাঁরাও প্রমাণ করতে পারবে সমস্ত রকম সম্ভাবনা তাদের মধ্যেও আছে । আত্মরক্ষার জন্য এগিয়ে আসতে হবে সকল কিশোর কিশোরীকে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, বিশ্বভারতী আদিবাসী কল্যাণ নামে একটি সংগঠন এই গ্রামে প্রায় ৪৫ জন ছাত্রীর আবাসিক স্কুল সহ আত্মরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এমনকি বিগত তিন মাসে সাফল্যও এসেছে আবাসিকদের মাধ্যমে। রাজ্যস্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় পদক পেয়েছেন অনেকেই। তিনজন গিয়েছিলেন জাতীয় স্তরে খেলতে মধ্যপ্রদেশ। সেখানে গিয়েও সাফল্য এসেছে। এখন তাদের চোখে স্বপ্ন একটাই, খেলো ইন্ডিয়াতে সুযোগ পাওয়া এবং আগামী দিনে জাতীয় স্তরে সোনার পদক জয় করা।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 8:41 PM IST
