TRENDING:

Valentine's Day Gift: এক কামড়েই চমক! এই চকোলেটেই প্রেম হবে দ্বিগুণ,ভ্যালেন্টাইন্স ডে-তে দিন প্রিয়জনকে, দাম কত জানেন?

Last Updated:

Valentine's Day Gift: কাছের মানুষকে উপহার দেওয়ার কোনও বিশেষ দিন হয় না। তবে, কথায় বলে সারপ্রাইজ পেলে কার না ভাল লাগে? প্রেমের এই সপ্তাহটি প্রেমিক-প্রেমিকাদের জন্য খুবই স্পেশ্যাল হয়, ভালবাসায় ভরা সপ্তাহ উদযাপন করেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : কাছের মানুষকে উপহার দেওয়ার কোনও বিশেষ দিন হয় না। তবে, কথায় বলে সারপ্রাইজ পেলে কার না ভাল লাগে? প্রেমের এই সপ্তাহটি প্রেমিক-প্রেমিকাদের জন্য খুবই স্পেশ্যাল হয়, ভালবাসায় ভরা সপ্তাহ উদযাপন করেন তাঁরা। এই উপলক্ষে সকলেই চান সঙ্গীকে বিশেষ উপহার দিতে। এতে তাঁদের পারস্পরিক সম্পর্কের মাধুর্য্য আরও বেড়ে যায়। সারা বছর বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে থাকেন এই প্রেমের দিনটির জন্য।
advertisement

ভালবাসার দিনে কী উপহার দেবেন তা ঠিক করে উঠতে পারেন না অনেকেই। ছোটছোট উপহার তাও আবার বিশেষ দিনে, এক আলাদাই আনন্দ এনে দেয়। সেক্ষেত্রে ভ্যালেন্টাইন্সডে কে আরও মিষ্টি করতে, আপনি নিজেই দিতে পারেন বর্ণালী দেবীর হাতে তৈরি স্মৃতি ভরা এই অভিনব চকলেট। যেখানে নিজের মনের কথা খুব সহজেই জানাতে পারবেন আপনি।

advertisement

আরও পড়ুন-যৌনদৃশ্যে উদ্দাম রোম্যান্স! ঠোঁটঠাসা চুম্বনে রক্তারক্তি কাণ্ড…! মাধুরীর সঙ্গে যা করেছিল এই অভিনেতা, জানলে শিউরে উঠবেন

তবে, শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্যই নয়, আপনি যাকে সবথেকে বেশি ভালবাসেন তাকেই এইদিনে শুভেচ্ছা জানাতে পারেন এবং তার প্রতি আপনার ভালবাসা প্রকাশ করতে পারেন। হতে পারে সে আপনার প্রিয় বন্ধু বা মা-বাবা বা অন্য কেউ।

advertisement

View More

আরও পড়ুন-এবার আরও ভয়ঙ্কর…! কয়েকশো গুণ শক্তি বাড়ছে সূর্যের, বুধের দুর্লভ সংযোগে ৪ রাশি ‘মালামাল’ অঢেল টাকার ফোয়ারা, লটারি লাগবে কাদের?

এবিষয়ে শিল্পী বর্ণালী দাস জানান, “তাঁর ছোট থেকেই নতুনত্ব কিছু তৈরির প্রতি ভালবাসা রয়েছে। প্রায় বছর খানেক ধরে রকমারি ফ্লেবারের চকলেটের মধ্যে মনগড়া নানারকম মনের কথা লিখে ফুটিয়ে তোলে ভালবাসা ভরা রকমারি ডিজাইনের এই কাস্টমাইজ চকলেটগুলি। যেগুলি একে অপরের প্রতি ভালবাসার স্মৃতি বহন করে চলে। দামও রেখেছেন সকলের সাধ্যের মধ্যে ১৫০-২০০ টাকা। প্রত্যেকেই চায় একটু নতুনত্ব ধরণের উপহার প্রিয়জনদের দিতে। সেই সব কথা চিন্তা ভাবনা করেই অভিনব উদ্যোগ তাঁর।”

advertisement

প্রথম অবস্থায় তেমন চাহিদা না থাকলেও বর্তমানে কাস্টমাইজ করা চকলেটের চাহিদা এখন ব্যাপক হারে তুঙ্গে। তবে ভালবাসার দিনই নয়, জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী-সহ সবেতেই স্মৃতি হিসেবে দেওয়া যেতে পারে এই কাস্টমাইজ চকলেট। শুধুমাত্র তাই নয়, এই কাজের মধ্যে দিয়ে কর্মসংস্থান করার চেষ্টাও করছেন বলে জানিয়েছেন শিল্পী বর্ণালী দাস। তাই ভ্যালেন্টাইন্স ডে কে আরও মিষ্টি করতে, আপনি নিজেই দিতে পারেন স্মৃতি ভরা এই অভিনব চকলেট। যেখানে নিজের মনের কথা খুব সহজেই জানাতে পারবেন আপনি।

advertisement

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Valentine's Day Gift: এক কামড়েই চমক! এই চকোলেটেই প্রেম হবে দ্বিগুণ,ভ্যালেন্টাইন্স ডে-তে দিন প্রিয়জনকে, দাম কত জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল