নিতাই সাহার সিদ্ধান্ত, তাঁর ধূমপান করতে যে টাকা খরচ হয় সেই টাকা সারাবছর জমিয়ে বছরে অন্তত একটা দিন সেই টাকায় রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করবেন। এরপরেই প্রতিবছর তাঁর সাধ্য মত বছরে একদিন হাসপাতালে দাঁড়িয়ে থেকে রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়ে থাকেন তিনি।
advertisement
এবিষয়ে নিতাই সাহা জানান, দুরারোগ্য অসুখ থেকে বেঁচে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আর ধূমপান করবেন না। সারা বছরে যে টাকার ধূমপান করতেন, সেই টাকা জমিয়ে অসুস্থদের সুস্থ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশ্য বিগত কয়েক বছর এই রীতিতে কিছুটা পরিবর্তন এনেছেন তিনি। বিগত কয়েক বছরে হাসপাতালগুলিতে ন্যায্যমূল্যের দোকান হয়ে যাওয়ায় এখন তিনি প্রতিবছর জুন মাসের একটা নিদিষ্ট তারিখে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। হাসপাতালে ডাক্তার দেখানোর পর ন্যায্যমূল্যের দোকানে যত রোগী ওষুধ কিনতে আসেন তাদের ওষুধ নেওয়া হয়ে গেলে প্রেসক্রিপশন অনুযায়ী দাম মিটিয়ে দেন নিতাই বাবু। নিতাই বাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে জেলাবাসী সকলেই।
সুস্মিতা গোস্বামী