TRENDING:

রাতের অন্ধকারে পেট্রল ঢেলে...! সর্বনাশ করে দিল দুষ্কৃতীরা, কান্নায় ভেঙে পড়লেন কৃষক

Last Updated:

ভোর রাতে বেশকিছু দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় পাম্পসেট মেশিনে। মুহূর্তেই যেন ভষ্মিভূত হয় কৃষকের দেখা স্বপ্ন। যা ছিল গ্রামের চাষবাসের ক্ষেত্রে একমাত্র ভরসা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: রাতের অন্ধকারে হঠাৎই আগুনের তাণ্ডব। মুহূর্তেই যেন লাল হয়ে উঠল চারিদিক। পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হল কৃষকের সাবমর্সিবল পাম্প। যা ছিল গ্রামের চাষবাসের ক্ষেত্রে একমাত্র ভরসা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকায়। এদিন সকালে আগুনে পুড়ে ছাই হওয়া পাম্পসেটের ধ্বংসস্তূপের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন চাষি অমিয় প্রসাদ সরকারের পরিবার।
আগুনে ভস্মিভূত পাম্পসেট 
আগুনে ভস্মিভূত পাম্পসেট 
advertisement

এবিষয়ে তাঁর ছেলে আদিত্য সরকার জানান, “রাতের বেলায় তাঁরা কোনও কিছুই বুঝে উঠতে পারেন নি। সকালে মাঠে এসে দেখতেই যেন চক্ষু ছানাবড়া। সবকিছুই যেন ছাই হয়ে গিয়েছে। তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত জানা নেই তাদের। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।”

আরও পড়ুন: রওনা দিয়েও যাওয়া হল না! মাঝপথে ভুটান সফর বাতিল করলেন নির্মলা সীতারমন, কিন্তু কেন? জানুন

advertisement

View More

জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কৃষক অমিয় প্রসাদ সরকার এলাকার চাষবাসের সুবিধার্থে দু’বছর আগে জেলা পরিষদকে একটি সাবমর্সিবল মেশিনের আবেদন জানান। এরপরেই সেচের সমস্যার বিষয়টির গুরুত্ব বুঝে দু’বছর আগে একটি সাবমর্সিবল পাম্প বসিয়ে দেয় জেলা পরিষদ। সেই মেশিন দিয়েই এলাকার কৃষকেরা জল নিয়ে চাষবাস করত।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ড্রাগন ফল কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! অঢেল আয়, 'ড্রাগন' বিক্রি করেই বড়োলোক
আরও দেখুন

কিন্তু এদিন ভোর রাতে বেশকিছু দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় পাম্পসেট মেশিনে। মুহূর্তেই যেন ভষ্মিভূত হয় কৃষকের দেখা স্বপ্ন। এরপরেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই চাষির পরিবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এই ধরনের কাজের নিন্দা করছেন এলাকার সবাই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতের অন্ধকারে পেট্রল ঢেলে...! সর্বনাশ করে দিল দুষ্কৃতীরা, কান্নায় ভেঙে পড়লেন কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল