এবিষয়ে তাঁর ছেলে আদিত্য সরকার জানান, “রাতের বেলায় তাঁরা কোনও কিছুই বুঝে উঠতে পারেন নি। সকালে মাঠে এসে দেখতেই যেন চক্ষু ছানাবড়া। সবকিছুই যেন ছাই হয়ে গিয়েছে। তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত জানা নেই তাদের। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।”
আরও পড়ুন: রওনা দিয়েও যাওয়া হল না! মাঝপথে ভুটান সফর বাতিল করলেন নির্মলা সীতারমন, কিন্তু কেন? জানুন
advertisement
জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কৃষক অমিয় প্রসাদ সরকার এলাকার চাষবাসের সুবিধার্থে দু’বছর আগে জেলা পরিষদকে একটি সাবমর্সিবল মেশিনের আবেদন জানান। এরপরেই সেচের সমস্যার বিষয়টির গুরুত্ব বুঝে দু’বছর আগে একটি সাবমর্সিবল পাম্প বসিয়ে দেয় জেলা পরিষদ। সেই মেশিন দিয়েই এলাকার কৃষকেরা জল নিয়ে চাষবাস করত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু এদিন ভোর রাতে বেশকিছু দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় পাম্পসেট মেশিনে। মুহূর্তেই যেন ভষ্মিভূত হয় কৃষকের দেখা স্বপ্ন। এরপরেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই চাষির পরিবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এই ধরনের কাজের নিন্দা করছেন এলাকার সবাই।







