Nirmala Sitharaman: রওনা দিয়েও যাওয়া হল না! মাঝপথে ভুটান সফর বাতিল করলেন নির্মলা সীতারমন, কিন্তু কেন? জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nirmala Sitharaman: ভুটান সফরে যাওয়ার পথে মাঝপথেই সফর বাতিল করে দিল্লি ফিরতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। কিন্তু কেন মাঝপথে সফর বাতিল করলেন তিনি?
ভুটান সফরে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার জেরে মাঝপথেই সফর বাতিল করে দিল্লি ফিরতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। বৃহস্পতিবার দুপুরে প্রবল ঘূর্ণাবর্ত ও ভারী বৃষ্টির কারণে তাঁর ফ্লাইটটি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
সূত্রের খবর, দিল্লি থেকে থিম্পুর উদ্দেশ্যে রওনা দেওয়া অর্থমন্ত্রীর বিমানে ওঠার কিছুক্ষণ পরই উত্তরবঙ্গের আকাশে ঘন কালো মেঘ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটি বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে জরুরি প্রোটোকল চালু করে মন্ত্রী ও অন্যান্য যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
advertisement
advertisement
advertisement
নির্মলা সীতারমনের এই সফরের লক্ষ্য ছিল ভারত–ভুটান আর্থিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করা। থিম্পুতে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি হাইড্রো পাওয়ার, ডিজিটাল পেমেন্ট ও টেকসই উন্নয়ন সংক্রান্ত আলোচনাও হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সফরটি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে সূত্রের খবর। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)









