বর্তমানে কুণ্ডু কলোনি স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক থাকার পাশাপাশি সুগার, থায়রয়েড সহ নানা রক্তের নমূনা এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সংগ্রহ করা হয়৷ এমনকি স্থানীয় রোগীরা এখানেই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। তবে এবারে নতুন সংযোজন জনসাধারণকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ডেঙ্গি রোগ পরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনের উদ্বোধন হল। ক্ষুদে শিশু থেকে বয়স্ক মানুষদের এই সুস্বাস্থ্য কেন্দ্রে এইসব পরিষেবা মিলবে খুব সহজেই। কাজেই বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা পাবেন মানুষ।
advertisement
আরও পড়ুন: ৫০ বছর ধরে অবহেলিত…! সংস্কার হয়নি খালের, বেশি বৃষ্টি হতেই…! মহেশতলায় যা করছে প্রশাসন
স্থানীয় বাসিন্দাদের দাবি, সমস্ত পরীক্ষা করতে গেলে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল বা অতিরিক্ত মূল্য দিয়ে বাইরের প্যাথলজিগুলিই ছিল একমাত্র ভরসা। সেখানে বর্তমানে পাড়ার মধ্যে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে থেকেই পাওয়া যাবে এইসব পরিষেবা। একদিকে যেমন সময় বাঁচবে, পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এই ধরনের পরিষেবা হাতের নাগালে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাই নয়, খরচের দিকটিও দারুণভাবে কাজে লাগবে সাধারণ মানুষদের। কেননা জেলা হাসপাতালের বাইরে এসব টেস্ট করাতে গেলে হাজার হাজার টাকা খরচ করতে হয়। সেই জায়গায় আর খরচ করতে হবে না। এবিষয়ে পুরাধ্যক্ষ অশোক কুমার মিত্র জানান, “পুরসভার তরফে প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য পরিষেবায় জোর দেওয়া হচ্ছে। এদিন জনসাধারণকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে চক্ষু, ইউরিন ও ডেঙ্গী রোগ পরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনের শুভ উদ্বোধন করা হল। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে স্থানীয়রা।”
সুস্মিতা গোস্বামী