৫০ বছর ধরে অবহেলিত...! সংস্কার হয়নি খালের, বেশি বৃষ্টি হতেই...! মহেশতলায় যা করছে প্রশাসন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ভরা বর্ষায় জল জমে দূরবস্থার সৃষ্টি হয়েছে মহেশতলার একাধিক জায়গায়। আর যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। সেই ক্ষোভ প্রশমিত করতে পথে নেমেছে প্রশাসন।
মহেশতলা: ভরা বর্ষায় জল জমে দূরবস্থার সৃষ্টি হয়েছে মহেশতলার একাধিক জায়গায়। আর যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। সেই ক্ষোভ প্রশমিত করতে পথে নেমেছে প্রশাসন। ইতিমধ্যে জমা জল পাম্প দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। জানা গিয়েছে, মহেশতলা পৌরসভার ২৪ নং ওয়ার্ড জলে ডুবে রয়েছে। এদিকে চট্টগ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একই সমস্যা।
সেখানে চড়িয়াল খালের বেহাল অবস্থা। চওড়া খালে নোংরা পড়তে পড়তে সেই খাল এখন সংকীর্ণ হয়ে গিয়েছে। এছাড়াও খালের জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ। যার ফলে বর্ষায় জলধারণের ক্ষমতা কমেছে। ফলে জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। এলাকা জলমগ্ন হয়ে পড়ায় জলবাহিত রোগের পরিমাণ বাড়ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জল জমা সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: প্রয়াত বাবার জন্য ৫২ কিমি দন্ডি…! বাঁকুড়ার যুবকের শিবের মাথায় জল ঢালার সংকল্প অবাক করছে সকলে
advertisement
অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মেহমানপুরের মিরপুর খাল গত ৫০ বছর ধরে সংস্কার করা হয়নি। এই খালের জল সোজা গিয়ে হুগলি নদীতে মিশেছে। এদিকে চট্টা, কালিকাপুর, মহিষ গোট এলাকার জল গিয়ে মিশেছে চড়িয়াল খালে। এদিকে খালগুলি সংস্কার না করা হলে সমগ্র এলাকার সমস্যা হবে। পৌরসভা থেকে পঞ্চায়েত এলাকা সব জায়গায় অসুবিধা হবে। যদিও এই জল জমার সমস্যা সমাধানে সবরকম কাজ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিবছর এরকম আশ্বাস মেলে কিন্তু কোনও কাজ হয়না। বর্ষা আসলেই এই অসুবিধা হয়। এই সমস্যার স্থায়ী সমাধান করতে খালগুলি সংস্কার করতে হবে। অন্যথা এই সমস্যা থেকেই যাবে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 5:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫০ বছর ধরে অবহেলিত...! সংস্কার হয়নি খালের, বেশি বৃষ্টি হতেই...! মহেশতলায় যা করছে প্রশাসন