প্রয়াত বাবার জন্য ৫২ কিমি দন্ডি...! বাঁকুড়ার যুবকের শিবের মাথায় জল ঢালার সংকল্প অবাক করছে সকলে

Last Updated:

দন্ডি কেটে শিবের মাথায় জল ঢালবেন যুবক সুমন মাহাত। দন্ডি কেটে ৫২ কিলোমিটার যাত্রা মুখের কথা নয়! দেখুন সেই যুবক কী বলছেন

+
দন্ডি

দন্ডি কেটে শিবের মাথায় জল ঢালতে রওনা বাঁকুড়ার যুবকের

বাঁকুড়া: বাঁকুড়ার এক যুবক তার মৃত বাবার জন্য এমন একটি কাজ করলেন যা আপনার চোখে জল আনবে। খুব ছোট্ট বয়সে বাবা মারা গিয়েছিলেন, তখন মৃত বাবার কাজে সক্রিয়ভাবে যোগদান করতে পারেনি বাঁকুড়ার যুবক, সেই কারণে তিনি এবার এমন কাজ করছেন যাতে রাস্তায় জড়ো হচ্ছে লোকজন। তবে এখন সে ছোট্ট শিশু থেকে মহিরুহতে পরিণত হয়েছে, সেই কারণে মুকুটমনিপুর থেকে জল নিয়ে পরেশনাথ থেকে দুবরাজপুর এবং আমরাশুলের মাঝে একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম হাতিবাড়ি।
এই গ্রামে দন্ডি কেটে শিবের মাথায় জল ঢালবেন যুবক সুমন মাহাত। দন্ডি কেটে ৫২ কিলোমিটার যাত্রা মুখের কথা নয়! সুমন জানান, ছোটবেলায় বাবার কাজে সক্রিয়ভাবে যোগদান করতে না পেরে, মহাদেবকে বাবা বলে গণ্য করে দন্ডি কেটে গিয়ে বাবার মাথায় জল ঢালতে চান তিনি। দন্ডি কাটা শুরু করা মাত্র, রাস্তায় জমে গেল ভিড়। বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা সকলেই দেখতে থাকল এই আধ্যাত্মিক বহিঃপ্রকাশ। ভরা শ্রাবণ মাসে অনেকেই দণ্ডি কেটে কেটে, যাত্রা করছেন শিব মন্দিরের উদ্দেশ্যে।
advertisement
advertisement
কেউ যাচ্ছেন ৩৫ কিলোমিটার আবার কেউ যাচ্ছেন দণ্ডি কেটে ৫২ কিলোমিটার। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিজে থেকেই রাস্তা ফাঁকা করে দিচ্ছেন। পাশ থেকে জাগাচ্ছেন উৎসাহ। কেউ কেউ এসে তুলছেন সেলফি। আবার কেউ কেউ দিচ্ছেন খাবার। এভাবেই এগিয়ে চলেছেন বাঁকুড়ার যুবক সুমন। ভরা শ্রাবণ মাসে ‘ভোলে বাবা’, এটাই রাঢ় বাংলার ঐতিহ্য। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ছবিটাই দেখা যায় বাঁকুড়াতেও। শুধুমাত্র শিবের প্রতি বিশ্বাস আর ভক্তির জোরেই শিশু থেকে বৃদ্ধ এমনকি কিশোর কিশোরী থেকে প্রৌঢ়া, প্রত্যেকেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে কিংবা মুকুটমণিপুর থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে অথবা সুমনের মত দণ্ডি কেটে পৌঁছে যান বাবা ভোলেনাথের মন্দিরে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রয়াত বাবার জন্য ৫২ কিমি দন্ডি...! বাঁকুড়ার যুবকের শিবের মাথায় জল ঢালার সংকল্প অবাক করছে সকলে
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement