পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ছোট ছোট বাচ্চাদের আর কতদিন অপেক্ষা করতে হবে! তবে রাজ্যে জুড়ে ঘরে ঘরে পানীয় জলের প্রকল্প পৌঁছালেও, বর্তমানে এই প্রাথমিক বিদ্যালয়ে নেই পানীয় জলের ব্যবস্থা। কবে হবে পানীয় জলের ব্যবস্থা তার দিকে তাকিয়ে আছেন সকলেই।
আরও পড়ুন: নিজেদের বাড়ি ভেঙে ফেলছেন নিজেরাই, নিয়ে পালাচ্ছেন আসবাবপত্র…! আচমকা কী এমন ঘটল মুর্শিদাবাদে
advertisement
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর যাবৎ পানীয় জলের ব্যবস্থা নেই বিষয়টি জানেন না প্রাথমিক সংসদের চেয়ারম্যান। স্কুলের ছোট ছোট শিশুরা বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসে। কোন কারণে সেই জল খেয়ে শেষ করে ফেললে তারা আর পানীয় জল খেতে পায় না। বাধ্য হয়ে তাদেরকে ছুটতে হয় হাইস্কুলের আর্সেনিক ও আয়রন যুক্ত জল নিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে অভিভাবকদের একাংশের আরও অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক গত দুই মাস ধরে ছুটিতে ছিলেন। ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এনিয়ে স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকারও সমস্যার কথা শিকার করেছে। যদিও বা প্রধান শিক্ষক স্কুলে দুইদিন আগেই পুনরায় জয়েন করেছে। সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। অভিভাবকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই স্কুলের দিকে যেন সুদৃষ্টি দেয় এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করে।
সুস্মিতা গোস্বামী