নিজেদের বাড়ি ভেঙে ফেলছেন নিজেরাই, নিয়ে পালাচ্ছেন আসবাবপত্র...! আচমকা কী এমন ঘটল মুর্শিদাবাদে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বহু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এবং এতে আতঙ্কিত হয়ে মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।
সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা নদীর ভাঙনের কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বহু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এবং এতে আতঙ্কিত হয়ে মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে রাস্তা। এছাড়াও নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ১০টি বাড়ি। তাই এখন ভিটেমাটি হারা হয়েছে প্রায় ১০টি পরিবার।
পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন! নেই জায়গা, জমি- কান্না ভেজা গলায় চোখের জল মুছতে মুছতে উৎকণ্ঠার কথা বলছেন বন্দনা দাস। চোখের সামনে ভেসে যাচ্ছে তিলে তিলে গড়ে তোলা সংসার, আশ্রয় হারিয়ে ঠিকানা খুঁজছেন নয়ন মন্ডল, বন্দনা দাসরা। ভাঙনের অভিশাপ! ভিটে মাটি, বসত বাড়ি হারানোর ভয় গ্রাস করেছে তাদের। চারিদিকে কান্না আর হাহাকার। ঘর বাড়ির ইট ভাঙার শব্দে শোকের ছবি সামশেরগঞ্জে।
advertisement
advertisement
মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকার বাসিন্দা নয়ন মন্ডল তার দাবি, যে যেমন পেড়েছে তাড়াহুড়ো করে ঘরের মালপত্র সরানোর চেষ্টা করেছেন এখন। অনেকে আবার ঘরের আসবাবপত্র রক্ষা করতেও পারবেন কিনা জানা নেই। সবটাই তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে নদীগর্ভে। আতঙ্কে দিশেহারা এলাকাবাসী। ভাঙন রোধের কাজ হলেও গঙ্গা সবকিছু গিলে খাচ্ছে বলেই দাবি ভাঙন কবলিত দুর্গতদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন শিবপুরের বাসিন্দারা আতঙ্কের সুরে বলেন, ‘সকালে গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি প্রচণ্ড স্রোতে নদীতে নৌকা ঘুরপাক খাচ্ছে। ঘরে এসে সকালের খাবার করব ভাবলাম। দেখি হুড়মুড় করে পাড় ভাঙতে শুরু করেছে। বাচ্চাদের কোনও মতে বাঁচালাম। কোনও রকমে জিনিসপত্র ঘর থেকে বারই করতে শুরু করেছি। কোথায় থাকব তা আর জানি না। তবে এখন সব কিছু হারিয়ে ফেলেছি। শ্বশুরের ভিটেমাটি গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা এখন ভাঙন কবলিত দুর্গতদের।
advertisement
বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, ভাঙন কবলিত এলাকায় মাটির বস্তা ফেলে দ্রুতগতিতে কাজ চলছে। ফরাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণেই এই ভাঙন সৃষ্টি হয়েছে।
তন্ময় মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিজেদের বাড়ি ভেঙে ফেলছেন নিজেরাই, নিয়ে পালাচ্ছেন আসবাবপত্র...! আচমকা কী এমন ঘটল মুর্শিদাবাদে