এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিএমওএইচ ডক্টর অপর্ণা সরকার জানান, “স্বাস্থ্য কেন্দ্রটির জলের সমস্যার বিষয়টি স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে, আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।”
আরও পড়ুন: ‘সাত আরি জিন’, এক লড়াইয়ে ২২ জনের আত্ম বলিদান! তেভাগার সেই আন্দোলন এবার নাটকে
বর্তমানে এই সেন্টারে কমিউনিটি হেলথ অফিসার সহ নয় জন মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছেন। সকাল ন’টা থেকে বিকাল তিনটে পর্যন্ত টানা ছয় ঘন্টা তাঁরা টানা কাজ করেন। জল না থাকায় তাঁরা শৌচালয় ব্যবহার করতে পারছেন না। সমস্যার কথা বিভিন্ন মহলে জানালেও কাজ হয়নি। জল কষ্টে জেরবার সুস্বাস্থ্য কেন্দ্রে আসা স্বাস্থ্যকর্মী থেকে রোগী ও তাঁর পরিবার পরিজনেরা। জল না থাকায় মহিলাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিস্থিতি মোকাবিলায় সুস্বাস্থ্য কেন্দ্রটিতে দু’বার টিউবওয়েল বসানো হয়েছিল। কিন্তু তাও চুরি হয়ে যায়। এক মাসে পরপর দুটো টিউবওয়েল চুরি হওয়ায় সে ঝুঁকি আর পরে নেওয়া হয়নি। বাড়ির পাম্প দিয়ে কয়দিন জল তোলার ব্যবস্থা করেছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য অনুকূল চন্দ্র দাস। কিন্তু বেশিদিন তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তাঁর দাবি, জলের সমস্যায় সুস্বাস্থ্য কেন্দ্র ভুগছে। এখন স্থায়ী সমাধান প্রয়োজন।
সুস্মিতা গোস্বামী