South Dinajpur News: 'সাত আরি জিন', এক লড়াইয়ে ২২ জনের আত্ম বলিদান! তেভাগার সেই আন্দোলন এবার নাটকে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
তেভাগা আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে 'সাত আরি জিন' নাটক মঞ্চস্থ করল বালুরঘাট নাট্যতীর্থ।
দক্ষিণ দিনাজপুর: জান দিমু, তবু ধান দিমু না। ধান চাষিদের ঠিক এমনই স্লোগানে কেঁপে উঠেছিল খাঁপুর গ্রামের মাটি। সেই ‘তেভাগা আন্দোলনকে’ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘সাত আরি জিন’ নাটক মঞ্চস্থ করল বালুরঘাট নাট্যতীর্থ। ফসলের ন্যায্য অধিকারকে সামনে রেখে মূলত জমিদারদের সঙ্গে কৃষকের ফসল আদায়ের দাবিতেই এই আন্দোলন।
স্বাধীনতার পূর্ব থেকেই অবিভক্ত বাংলায় ভাগ চাষিরা দাবি তুলেছিল উৎপাদিত ফসলের দুই ভাগ কৃষকের আর এক ভাগ জমিদারের। এছাড়াও জমির দখলিস্ত্ব দিতে হবে ও অতিরিক্ত কোন কর দেওয়া হবে না। সেই সময় থেকেই কৃষক আন্দোলনকে দাবিয়ে রাখতেই আক্রমণ শুরু করে জমিদার ও সহযোগী ব্রিটিশ প্রশাসন। সেই সময় থেকেই কৃষক আন্দোলনের অগ্রভাগে ছিল খাঁপুর গ্রাম।
advertisement
advertisement
এ বিষয়ে নাটক উদ্যোক্তা শুভাশিস চক্রবর্তী জানান, “জেলার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের কাছে সম্যক ধারণা তৈরি করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে তেভাগা আন্দোলনে ঘটে যাওয়া ঘটনা, অন্যতম বীর সংগ্রামী ইলা মিত্র সহ বেশ কিছু লড়াকু সংগ্রামীর চরিত্র নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। দর্শকের কাছ থেকেও ব্যাপকভাবে সাড়া মিলেছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি জমিদার ও ব্রিটিশ পুলিশ বাহিনীর আক্রমণ নেমে আসে খাঁপুর গ্রামের ভাগ চাষিদের উপর। পরবর্তীতে ব্রিটিশ পুলিশ বাহিনী এসে জমিদারের বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তীব্র আক্রমণ হানে কৃষকদের উপর। স্বাধীনতার পরবর্তী সময় এ আন্দোলনে রেস করা যায়। জমিদারের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে ক্রমশ সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। উৎপাদিত ফসলের অধিকার ছিনিয়ে নিতে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছিল সেই সম্পর্কে জেলাবাসীকে অবগত করতেই নাটক মঞ্চস্থ বালুরঘাটে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 10:06 PM IST