শিল্পী রূপালী চক্রবর্তী জানান, নাতি-নাতনির আবদারে পুরনো ছোট-বড় কাপড় দিয়ে দুর্গা প্রতিমা গড়ে তোলেন। তবে দুর্গা প্রতিমা ছাড়াও তিনি মা দুর্গার চার ছেলেমেয়ে ও তাঁদের প্রিয় বাহনদের বানান। নাতনি শুভলীনা ছোট ছোট হাতে ফুটিয়ে তুলেছে একাধিক সাজ সরঞ্জাম। পুজোর পাঁচ দিন তাঁর তৈরি কাপড়ের প্রতিমাই চক্রবর্তী পরিবারে পুজো হবে। এরপরেই বাইরের প্রতিমা দর্শন করবেন তাঁরা। পুজো শেষে ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে রাখা হবে।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আবহে বিশেষ কুপন, কেনা যাবে বই-খাতা থেকে জামাকাপড়! উৎসবের মরশুমে মিলল বড় ‘উপহার’
রূপালীদেবীর কথায়, সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি নাতনির আবদারে তাঁকে সঙ্গে নিয়ে কাপড় ও সূচ, সুতো দিয়েই নিপুণ হাতের কাজ করতে ভালবাসেন। তবে শুধুমাত্র দেবী দুর্গাই নয়, দেবীর পায়ের কাছে রয়েছে অসুরও। বাকি ছিল বেশভূষা-সাজসজ্জা। সেটাও বাজারের দশকর্মার দোকান থেকে ২০০০ টাকায় কিনে এনেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাত্র ২০ দিনেই এই দুর্গাপ্রতিমা গড়ে তুলেছেন রূপালী চক্রবর্তী। সেটি দেখতে পাড়াপড়শিরা এখন থেকেই ভিড় জমাচ্ছেন। শিল্পীর এই নতুন শিল্পকর্ম দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন। তাঁর এই অদ্ভুত শিল্পকর্ম দেখে বহু মানুষ মুগ্ধ। অনেকের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। রূপালীদেবীর এমন প্রতিভা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে।