TRENDING:

Durga Puja 2025: সবথেকে বড় দুর্গা! আগে কখনও হয় নি উত্তরবঙ্গে, এবারের পুজোয় বিরাট চমক নিয়ে হাজির 'এই' ক্লাব

Last Updated:

দুর্গোৎসবে সকলকে তাক লাগাতে প্রস্তুত এই ক্লাব। প্রায় ২০ ফুট উচ্চতার বিশালাকার অন্নপূর্ণার দুর্গা প্রতিমা তৈরি করে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে জেলায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: সমগ্র উত্তরবঙ্গ এবার তাকিয়ে থাকবে দক্ষিণ দিনাজপুরের দিকে। দুর্গোৎসবে সকলকে তাক লাগাবে বালুরঘাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী পাঠাগার। প্রায় ২০ ফুট উচ্চতার বিশালাকার অন্নপূর্ণার দুর্গা প্রতিমা তৈরি করে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে জেলায়। প্রায় ১০ লক্ষ টাকার বাজেট করে থিমে রয়েছে মাতৃরূপে অন্নপূর্ণা। মণ্ডপ সজ্জায় থাকছে প্রকৃতির পুনঃ সৃজন। একটি গাছ একটি প্রাণ। প্রকৃতির সঙ্গে গাছের মেলবন্ধন। শহরে সবুজ ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
advertisement

ক্লাব কর্তৃপক্ষের দাবি, এবছর এত বড় প্রতিমা উত্তরবঙ্গে কোথাও গড়ে তোলা হয়নি। তাই এবারের বিশেষ আকর্ষণ হতে চলেছে বালুরঘাটের অরবিন্দ ক্লাবের দুর্গাপুজো। আয়োজনের চাকচমক চোখ ধাঁধিয়ে তুলবে দর্শনার্থীদের বলে দাবি উদ্যোক্তাদের। প্রায় তিন মাস ধরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রতিমা নির্মাণ। মৃৎশিল্পী উজ্জ্বল পালের সঙ্গে আরও বেশ কিছু শিল্পী একত্রে দিনরাত এক করে তৈরি করেছে এই বিশালাকার দুর্গা মূর্তি। পঞ্চমীতেই উদ্বোধন হবে জানা গেছে। সেদিন থেকেই জনস্রোত উপচে পড়বে বলে আশাবাদী আয়োজকরা।

advertisement

আরও পড়ুন: হারিয়ে গিয়েছিল হতদরিদ্র দিনমজুরের একমাত্র বাহন সাইকেল! খুঁজে দিল পুলিশ, কতটা খুশি? বলে বোঝান মুশকিল

স্থানীয়দের কথায়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ইতিহাসে এত বড় প্রতিমা আগে কখনও হয় নি। তাই এবারের দুর্গাপুজো এক অন্য মাত্রা বহন করবে। তাদের দাবি, এবারের দুর্গোৎসবে বাজি একটাই উত্তরবঙ্গের সেরা আকর্ষণ হবে বালুরঘাটের অরবিন্দ ক্লাব। মণ্ডপে পা দিলেই বোঝা যাবে উৎসব নয়, যেন এক চোখ ধাঁধানো জন জোহার ঘটবে দক্ষিণ দিনাজপুর জেলায়। এইবারও মানুষের মন জয় করা এক থিম নিয়ে আসতে চলেছে এই ক্লাব।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অরবিন্দ ক্লাবের পুজো জেলার মানুষের কাছে, এমনকি জেলার দর্শকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু থাকে। এবারও তার ব্যাতিক্রম হবে না। পূর্বের পুজোগুলোর মতো চলতি বছরের তাঁদের এই পুজো গোটা বালুরঘাট শহরবাসীর মন কেড়ে নেবে বলে আশাবাদী হয়েছেন ক্লাব উদ্যোক্তারা। এখন দেখার বালুরঘাট অরবিন্দ ক্লাব কতটা মন জয় করতে পারে দর্শনার্থীদের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: সবথেকে বড় দুর্গা! আগে কখনও হয় নি উত্তরবঙ্গে, এবারের পুজোয় বিরাট চমক নিয়ে হাজির 'এই' ক্লাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল