আরও পড়ুন: শীতের ভোরে চা বাগানে হাতির তাণ্ডব, তছনছ শ্রমিক মহল্লা
বিখ্যাত সোনাঝুরি হাটে যাওয়ার জন্য উত্তরবঙ্গের মানুষদের এতদিন অনেকটা পথ পাড়ি দিতে হত। তবে সেই আক্ষেপ এবার মিটিয়ে দিতে পারে মালদহ শহরের ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর ধারের শিশু পার্কে বসা এই সোনাঝুরি হাট। খোলা আকাশে নীচে রাস্তার দুই ধারে দোকান বসেছে। সেখানে মিলছে কাগজের ফুল, ফুলদানি, বিভিন্ন ধরনের ঘরোয়া পোশাক , ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের প্রসাধনী সামগ্রী, আসবাসপত্র। পাশাপাশি পেট পুজোর জন্য বিক্রি হচ্ছে পাটিসাপটা, পুলিপিঠে, চপ , সিঙারার মত মুখরোচক খাবার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় কাউন্সিলের যৌথ উদ্যোগে এই অভিনব সোনাঝুরি হাট বসানো হয়েছে। সাতদিন ধরে চলবে এই মেলা। আগামী ২৩ জানুয়ারি শেষ হবে। হস্তশিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের স্টল রয়েছে সোনাঝুরি হাটে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই হস্তশিল্পীরা এই মেলায় সামিল হয়েছেন। প্রায় ৮০ টি স্টল করা হয়েছে। যেখানে শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি নানান শিল্পের কারুকার্য মূলত তুলে ধরা হয়েছে। মেলার উদ্যোক্তা দুলাল সরকার বলেন, এবছর চতুর্থ বর্ষ সোনাঝুরি হাটের। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্ত শিল্পীদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।
হরষিত সিংহ