TRENDING:

Bangla Video: সারি সারি চারা গাছ, ছেলের জন্মদিনে অভিনব উদ্যোগ বাবার

Last Updated:

Bangla Video: টাকা না দিয়েই চারা গাছ নিয়ে যাওয়ার ভিড় জমছে দোকানের সামনে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা নিজেদের পছন্দমত গাছ তুলে নিয়ে যাচ্ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সারি সারি চারা গাছের দোকান রয়েছে কিন্তু নেই বিক্রেতা, টাকা না দিয়েই চারা গাছ নিয়ে যাওয়ার ভিড় জমছে দোকানের সামনে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা নিজেদের পছন্দমত গাছ তুলে নিয়ে যাচ্ছেন দোকান থেকে। ভাবছেন এ আবার কেমন ব্যবসা? না, এটা কোন ব্যবসা নয়। তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ মাত্র।
advertisement

সবুজ পৃথিবী গড়ার ডাক দিয়ে এ বার ছেলের জন্মদিনে অভিনব কায়দায় গাছের চারা বিলি করলেন বাবা। আগামী ১১ সেপ্টেম্বর ছেলের জন্মদিন। তার আগে থেকেই বাড়ির সামনে ফ্লেক্স টাঙিয়ে ইচ্ছুকদের চারা গাছ নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন জলপাইগুড়ির দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা মৃদুল দেব। তার বাড়ির ছাদেও রয়েছে হরেক রকম গাছের সম্ভার। সে কারণে প্রখর গরমেও তার ঘর থাকে আরামদায়ক। তবে এই গাছগুলির মধ্যেও রয়েছে অভিনব বৈশিষ্ট্য। কারণ, এই গাছগুলি টাকা দিয়ে কেনা নয় বরং সারা বছর যা ফল খাওয়া হয় সেই ফলের বীজ মাটিতে পুঁতেই এমন গাছের বাগান তৈরি করেছেন তিনি। আম, পেয়ারা, কৃষ্ণচূড়া সহ বহু গাছের সম্ভার রয়েছে বাড়ির সামনে চারা ব্যাংকে। যেকোনও চারা গাছের দোকানকেও হার মানাবে বৈকি! পাশে টাঙানো বার্তায় লেখা চারা নিয়ে গিয়ে সমাজ বাঁচান এবং ছেলেকে আশীর্বাদ করুন।

advertisement

আরও পড়ুন: ২০ শতাংশ বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা, পুজোর আগেই বড় দাবি তাদের

কিন্তু কেন এমন উদ্যোগ? মৃদুলবাবুর কথায়, ২০১১ সালের ১১ ই সেপ্টেম্বর। ছেলের জন্ম হওয়ার দিনে যারা ছোট্ট খুদেকে দেখতে এসেছিলেন সেই সময় কয়েকটি চারা গাছ তাদের উপহার দিয়েছিলেন মৃদুল বাবু। এছাড়াও নিজের ছাদবাগানেও রয়েছে অগুন্তি গাছ। কিন্তু বছরের পর বছর যে পরিমাণে গাছের সংখ্যা বৃদ্ধি পায় তা লাগানোর জন্যে প্রয়োজন অনেক বড় জায়গার, যা আসলেই অসম্ভব। আর চারপাশে গাছের অভাবে ক্রমশই বাড়ছে বিশ্ব উষ্ণায়ন । সে কারণেই সকলের মধ্যে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: সারি সারি চারা গাছ, ছেলের জন্মদিনে অভিনব উদ্যোগ বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল