সবুজ পৃথিবী গড়ার ডাক দিয়ে এ বার ছেলের জন্মদিনে অভিনব কায়দায় গাছের চারা বিলি করলেন বাবা। আগামী ১১ সেপ্টেম্বর ছেলের জন্মদিন। তার আগে থেকেই বাড়ির সামনে ফ্লেক্স টাঙিয়ে ইচ্ছুকদের চারা গাছ নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন জলপাইগুড়ির দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা মৃদুল দেব। তার বাড়ির ছাদেও রয়েছে হরেক রকম গাছের সম্ভার। সে কারণে প্রখর গরমেও তার ঘর থাকে আরামদায়ক। তবে এই গাছগুলির মধ্যেও রয়েছে অভিনব বৈশিষ্ট্য। কারণ, এই গাছগুলি টাকা দিয়ে কেনা নয় বরং সারা বছর যা ফল খাওয়া হয় সেই ফলের বীজ মাটিতে পুঁতেই এমন গাছের বাগান তৈরি করেছেন তিনি। আম, পেয়ারা, কৃষ্ণচূড়া সহ বহু গাছের সম্ভার রয়েছে বাড়ির সামনে চারা ব্যাংকে। যেকোনও চারা গাছের দোকানকেও হার মানাবে বৈকি! পাশে টাঙানো বার্তায় লেখা চারা নিয়ে গিয়ে সমাজ বাঁচান এবং ছেলেকে আশীর্বাদ করুন।
advertisement
আরও পড়ুন: ২০ শতাংশ বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা, পুজোর আগেই বড় দাবি তাদের
কিন্তু কেন এমন উদ্যোগ? মৃদুলবাবুর কথায়, ২০১১ সালের ১১ ই সেপ্টেম্বর। ছেলের জন্ম হওয়ার দিনে যারা ছোট্ট খুদেকে দেখতে এসেছিলেন সেই সময় কয়েকটি চারা গাছ তাদের উপহার দিয়েছিলেন মৃদুল বাবু। এছাড়াও নিজের ছাদবাগানেও রয়েছে অগুন্তি গাছ। কিন্তু বছরের পর বছর যে পরিমাণে গাছের সংখ্যা বৃদ্ধি পায় তা লাগানোর জন্যে প্রয়োজন অনেক বড় জায়গার, যা আসলেই অসম্ভব। আর চারপাশে গাছের অভাবে ক্রমশই বাড়ছে বিশ্ব উষ্ণায়ন । সে কারণেই সকলের মধ্যে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
সুরজিৎ দে