West Bengal Weather Update: ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দুই জেলা কাঁপাবে ঝড়জল, লাল সতর্কতা আবহাওয়া দফতরের
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
দ্বাদশীতে বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার দিনভর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙ জেলায়।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: দ্বাদশীতে বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার দিনভর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙ জেলায়।
advertisement
2/5
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। ০৭-২০ সেমি বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।০৭-১১ সেমি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
3/5
উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝড়ো হাওয়া বইতে পারে।৩০-৪০ কিমি প্রতি ঘন্টা এবং বজ্রপাত সহ ঝড়ো হাওয়া ১৫-১৬ কিমি প্রতি ঘন্টা বইতে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভূমি ধসের আশঙ্কা রয়েছে।
advertisement
4/5
দুর্গা পুজোর বিসর্জনের কার্নিভাল রয়েছে।আলিপুরদুয়ার, জলপাইগুড়ি র পাহাড়ি নদীগুলোর ওপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। এই দুই জেলার বেশিরভাগ নদী ভুটান পাহাড় থেকে সৃষ্ট। ভুটান পাহাড়ে বৃষ্টি শুরু হলেই হড়পা বানের সম্ভাবনা দেখা যায়।
advertisement
5/5
প্রতিকূল আবহাওয়ার কারণে আলিপুরদুয়ার শহরে পুজো কার্নিভাল শুরু হবে দুপুর ২ টায়। কালজানি নদীতে জল বেড়েছে। নদীর সামনে হাইড্রোলিক ক্রেন রাখা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মী এবং ডুবুরি রাখা হয়েছে।