আরও পড়ুন: খাসি ৯০০, ইলিশ ২০০০! তাতেও দেদার বিক্রি, ভাইদের জন্য দরাজ বোনেরা
এদিন শিলিগুড়ির বাবুপাড়ার শক্তি সোপান ক্লাবে ১২ জন ভাই ও ৫ জন বোনদের নিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রতিদিন এই দিনটির অপেক্ষায় থাকে রুমকি, পিঙ্কু, রাজকুমাররা। এদিন সকাল থেকেই খুব উত্তেজিত ছিল রাজকুমার রায়, বিষ্ণু রায়রা। শারীরিক ও মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ওরা বাড়ি থেকে খুব একটা বের হয় না। তাই এই ধরনের উৎসব। সকলের সঙ্গে দেখা করার দিনগুলিতে তারা ভীষণ আনন্দে থাকে। ওদের খুশি দেখে আবেগঘন অভিভাবকরাও। ভাইদের ফোঁটা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পিঙ্কু, রুমকিরা। মিষ্টি, ফুল, ধূপকাঠি সহ অনেক কিছু দিয়ে ভাইদের বরণ করে নিয়ে ভাইফোঁটা সারেন তাঁরা।
advertisement
অনুভব সংগঠনের ছেলেমেয়েদের সঙ্গে দিনটির আনন্দ ভাগ করে নেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সিপি সি সুধাকর, কাউন্সিলর সিক্তা দে বসু রায়। এছাড়া ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দিনটিকে এত সুন্দরভাবে উপভোগ করতে পেরে খুশি, এমনটাই জানান আগত অতিথিরা। ডা: পার্থপ্রতিম পান এদিন ১৭ জনের হাতে কম্বল ও ক্লাবের তরফে জামা উপহার হিসেবে তুলে দেন।
অনুভবের কর্ণধার প্রদীপ দাশগুপ্তের কথায়, এই ছেলেমেয়েগুলোর জন্য কিছু করতে পারলে আমাদের খুব ভাল লাগে। ওদের খুশি রাখাটাই উদ্দেশ্য। অনেক বছর ধরে এই অনুষ্ঠান করছি। সবাই খুব ভালবাসে, উৎসাহ দেয়। ভবিষ্যতেও এই ধরনের কাজ করব।
অনির্বাণ রায়