সূত্রের খবর, এদিন জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা প্রথম দেখতে পান বিশালদেহী সাপটি জালে আটকে ছটফট করছে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গ্রামে। কেউ ক্যামেরা বন্দি করতে ব্যস্ত, কেউ আবার ভয়ে দূরে দাঁড়িয়ে দেখে যাচ্ছেন। তবে সকলেই একমত—বাঁচাতে হবে প্রাণীটিকে।
স্থানীয় বাসিন্দারাই এরপর খবর দেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। তারাও সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সাহায্যে ধীরে ধীরে কাটা হয় বেড়াজাল। সতর্কতার সঙ্গে উদ্ধার করা হয় সাপটিকে। পরিবেশ প্রেমীদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগরটিকে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য তুলে দেওয়া হয় বন দফতরের নাথুয়া রেঞ্জ অফিসের হাতে। সেখানেই প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে তার নিজের জঙ্গলের ঠাঁইয়ে। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
advertisement
কেউ কেউ বলছেন, ‘‘এই ধরনের ঘটনা আমাদের চোখ খুলে দেয়। প্রকৃতি ও প্রাণীদের প্রতি সহানুভূতি রাখা আমাদের দায়িত্ব।’’ প্রাণঘাতী না হলেও অজগরের মতো সাপ সচরাচর দেখা যায় না এই এলাকায়। তবে সাপটি আহত হয়নি—এই খবরে খুশি সকলে। বনদফতর ও পরিবেশপ্রেমীদের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল আরও একটি বন্যপ্রাণ।