TRENDING:

নতুন বছরের শুরু থেকেই দাম বাড়ছে কমলা লেবুর! পকেট পুড়ছে ক্রেতাদের

Last Updated:

Orange- বাজারের দুই ফল বিক্রেতা রবীন্দ্র বর্মন এবং পরিতোষ সরকার জানান, "জেলার বাজারে ভুটানের কমলা লেবু বেশ অনেকটাই প্রসিদ্ধ। তবে নতুন বছরের শুরু থেকেই এই কমলা লেবুর যোগান কমতে শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: শীতের মরসুম পড়তেই কমলা লেবুর বিক্রি শুরু হয়েছে বাজারে। জেলার বাজারে ভুটান, নাগপুর এবং পাঞ্জাবের কমলা লেবু পাওয়া যাচ্ছে বর্তমানে। তবে নতুন বছরের শুরু থেকেই দাম বাড়তে শুরু করছে বাজারে বিক্রি হওয়া কমলা লেবুর। বর্তমান সময়ে চারটি কমলা লেবুর সর্বোচ্চ দাম রয়েছে জেলার ফল বাজারে ৫০ টাকা। যদিও এই দাম আরোও কিছুটা বাড়বে বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মূলত বাজারে কমলা লেবুর যোগানের মাত্রা কম থাকায় দাম বাড়ছে।
advertisement

বাজারে ফল কিনতে আসা এক ক্রেতা রামেশ্বর রায় জানান, “শীতের শুরু থেকেই বাজারে কমলা লেবু আসতে শুরু করেছিল। তবে নতুন বছর শুরু হওয়ার ১-২ দিন আগে থেকেই কমলা লেবুর দাম বাড়তে শুরু করে। বর্তমান সময়ে বাজারে ভুটানের কমলা লেবু ৫০ টাকায় ৪টি পাওয়া যাচ্ছে। যা ক্রেতাদের কমলা লেবু কিনতে দ্বিধায় ফেলছে। বেশিরভাগ করে তারাই কমলা লেবু কিনতে এসে, না কিনেই ফিরে যাচ্ছেন। আবার অনেকে কমলা লেবু কিনলেও সামান্য পরিমাণে কিনছেন।”

advertisement

আরও পড়ুন- ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই দিঘার হোটেলে ঘটল ভয়ঙ্কর ঘটনা! আওয়াজ আসছিল ঘর থেকে

বাজারের দুই ফল বিক্রেতা রবীন্দ্র বর্মন এবং পরিতোষ সরকার জানান, “জেলার বাজারে ভুটানের কমলা লেবু বেশ অনেকটাই প্রসিদ্ধ। তবে নতুন বছরের শুরু থেকেই এই কমলা লেবুর যোগান কমতে শুরু করেছে। ফলে বিক্রেতারা দাম বাড়িয়েছেন অনেকটাই। এছাড়া নাগপুর এবং পাঞ্জাবের কমলা লেবু রয়েছে বাজারে। তবে সেগুলির স্বাদ ভুটানের কমলা লেবুর মতন নয়। তাইতো ক্রেতারা ভুটানের কমলা লেবুই কিনতে পছন্দ করেন। তবে দাম বেশি থাকার কারণে ক্রেতারা কমলা লেবু অনেকটাই কম কিনছেন।”

advertisement

আরও পড়ুন- গুমা বাজারে খাঁচায় বন্দি টিয়াপাখিগুলি কারা কিনছিল? কী করতে? হাতেনাতে ধরল অফিসার

কাশ্মীরের আপেল যেমনি প্রসিদ্ধ, ঠিক তেমনটাই প্রসিদ্ধ ভুটানের কমলা লেবু। তবে বর্তমান সময়ে যেভাবে দাম বেড়ে উঠেছে ভুটানের কমলা লেবুর। পাশাপাশি নাগপুর এবং পাঞ্জাবের কমলা লেবুর দামও বৃদ্ধি হয়েছে বেশ কিছুটা। তাইতো ফল বাজারে এসে কমলা লেবু কিনতে গিয়ে পকেট পুড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের। এখন দেখার বিষয় এটাই যে কত দিনে কমলা লেবুর দাম আবার স্বাভাবিক হয়। এবং ক্রেতারা স্বাচ্ছন্দে শীতের কমলা লেবুর স্বাদ উপভোগ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নতুন বছরের শুরু থেকেই দাম বাড়ছে কমলা লেবুর! পকেট পুড়ছে ক্রেতাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল