পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ তিন কিশোরীর প্রত্যেকের বয়স ১৪ বছর। তাঁদের মধ্যে দুইজন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং একজন অষ্টম শ্রেণীতে পড়ে। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয় তারা। এরপর দিন গড়িয়ে গেলেও তারা আর ফেরেনি।
আরও পড়ুন : ঘুটগোড়িয়ায় কারখানার অফিস পুড়ে ছাই, নষ্ট বহু গুরুত্বপূর্ণ নথি! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা
advertisement
নিখোঁজ তিন নাবালিকা হল, দীপা রায়, মনিকা সরকার ও প্রিয়াঙ্কা শীল। তিনজনই একই এলাকার বাসিন্দা। কিশোরীদের খোঁজ না পেয়ে প্রধাননগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পাচার চক্রের খপ্পরে পড়েছে কিনা সেই আশঙ্কায় চরম দুশ্চিন্তায় ভুগছেন পরিবারগুলি। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই, এলাকাজুড়ে শুরু হয়েছে খোঁজাখুঁজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সব দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিখোঁজ কিশোরীদের সন্ধান না মেলায় শিলিগুড়ি শহরে উদ্বেগ বাড়ছে। পরিবারের একমাত্র অপেক্ষা, শীঘ্রই সুস্থ ও নিরাপদে ঘরে ফিরে আসুক তিন কিশোরী।






