মৃত কিশোরের নাম জিৎ সরকার (১৭)। সে দার্জিলিং জেলার ভীমবার ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন জিৎ মতিয়া নদীর ধারে গিয়েছিল। সেই সময় কোনও এক কারণে আচমকাই সে নদীতে পড়ে যায় এবং গভীর জলে তলিয়ে যায়।
আরও পড়ুনঃ দ্রুত বড়লোক হওয়ার নেশা! বিলাসবহুল জীবনের লোভে মারাত্মক অপরাধ যুগলের, পুরুলিয়া পুলিশের হাতে গ্রেফতার
advertisement
ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে ওই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাঁকে তড়িঘড়ি বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিৎকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় বিধাননগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যু না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীর ওই অংশে প্রায়শই জলস্তর বেড়ে যায় এবং সতর্কতামূলক কোনও ব্যবস্থা নেই। তাঁরা এই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় কিশোরের এমন অকালমৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।






