TRENDING:

Siliguri News: নতুন হোটেল-হোমস্টে খুললেও নেই অর্ডার, ভরা শীতেও চাহিদা তলানিতে! ঐতিহ্য রক্ষায় ধুঁকছে লেপ-তোষক শিল্প

Last Updated:

Siliguri News: বাজারে ভর্তি আধুনিক কম্বল, ম্যাট্রেস। চাহিদা কমেছে ঐতিহ্যবাহী লেপ-তোষকের। তবে শিলিগুড়ির তুলাপট্টি কয়েকজন কারিগর চালাচ্ছেন শেষ লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির বুক থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক পুরনো পেশার অস্তিত্ব। শীতের ঠাণ্ডা কনকনে হাওয়া বইলে, একসময় বাংলার গলি-মহল্লায় তাল মিলিয়ে বেজে উঠত ধুনকরদের ধুনার সুর। তুলোর স্তূপের ওপর কাঠের পাটাতন পড়তেই মিহি তুলো উড়ে বেড়াত বাতাসে। যেন শীতকে স্বাগত জানাত একটা আলাদা উৎসব। সেই শব্দ, সেই গন্ধ, সেই উষ্ণতা ছিল বাঙালির শীতের অনিবার্য অংশ।
advertisement

কিন্তু সময় বদলেছে। বাজার ভরিয়ে ফেলেছে কারখানায় তৈরি কম্বল, ম্যাট্রেস, রেডিমেড ব্ল্যাঙ্কেট। পুরনো সেই পরিচিত শব্দ এখন মিলিয়ে যাচ্ছে স্মৃতির ভাঁজে। তবুও শীত এলেই শিলিগুড়ির মালাগুড়ি, তুলাপট্টি কিংবা শহরের কোণে-কাছে এখনও দেখা যায় কয়েকজন কারিগরের শেষ লড়াই। তুলো স্তূপ করে, চ্যাপ্টা কাঠের পাটাতনে ধুনতে ধুনতে তাদের হাতের ছন্দে আজও উড়ে বেড়ায় নরম তুলোর রোঁয়া। তারপর সেই তুলো বন্দি হয় রঙিন খোপকাটা কভারের ভেতর, সুঁই-সুতোর সূক্ষ্ম ঘায়ে জন্ম নেয় বাঙালির অতি পরিচিত লেপ-তোষক। আরামদায়ক উষ্ণতার এক পুরনো স্মৃতি।

advertisement

আরও পড়ুন: কাঠের টুলের ওপরে বসেই চোখ ধাঁধানো যোগা! আট বছরের অদ্রীশের তাক লাগানো পারফরম্যান্স

কিন্তু আজ সেই দৃশ্য প্রায় বিলুপ্ত। যারা কাজ করছেন, তাদের অধিকাংশই ভিন জেলা বা রাজ্য থেকে আসা। আর তাদের কণ্ঠেও আজ ঘুরপাক খাচ্ছে হতাশা। শিলিগুড়ির গুড্ডু প্রসাদ বহু বছর ধরে এই পেশায়। কথায় প্রকাশ পায় তার উদ্বেগ। তিনি বলেন, এখন আর পাহাড় থেকে অর্ডার আসে না। আগে নতুন হোটেল বা হোমস্টে খুললেই লেপ-তোষকের চাহিদা থাকত। এখন সবাই রেডিমেড ম্যাট্রেস কিনছে। আধুনিকতার ভিড়ে আমরা হারিয়ে যাচ্ছি। তার ওপর আবহাওয়ার খামখেয়ালি। শীত আসে দেরিতে, যায় তাড়াতাড়ি। সবমিলিয়ে পেটের ভাত জোগানো মুশকিল হয়ে গিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

একই সুর শোনা গেল কুড়ি বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত কারিগর নাজির আলামের কণ্ঠেও। তিনিও বলেন, আগে ছ’-সাতজন মিলে কাজ করতাম। এখন দুই-তিনজনও পাওয়া যায় না। নতুন প্রজন্ম আসতে চাইছে না। এই কাজ বাদে কিছুই জানি না। তাই একাই এখনও পড়ে আছি, কিন্তু খুব কষ্টে দিন কাটছে। তবুও, প্রতিদিন শীতের কুয়াশা যখন নেমে আসে শিলিগুড়ির রাস্তায়, তখন কোথাও না কোথাও ধুনার সেই টুপটাপ শব্দ এখনও ভেসে ওঠে। সেটা হয়ত খুবই ক্ষীণ। কিন্তু জানিয়ে দেয়, লেপ-তোষক তৈরির এই শতবর্ষী ঐতিহ্য এখনো পুরোপুরি হাল ছাড়েনি। সময়ের দাপটে লড়াই করে, টিকে থাকার চেষ্টায় এখনও বেঁচে আছে বাঙালির উষ্ণতার সেই পুরনো কারিগরি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: নতুন হোটেল-হোমস্টে খুললেও নেই অর্ডার, ভরা শীতেও চাহিদা তলানিতে! ঐতিহ্য রক্ষায় ধুঁকছে লেপ-তোষক শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল