পোড়াঝাড় সৎশিবম ঘাট কমিটির সদস্যরা জানান, এদিন একদিকে যেমন ঘাট পরিষ্কার হচ্ছে | ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য আর্থমুভার ও বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয় ।
আরও পড়ুন: ছড়িয়ে আছে একরাশ হিরে! হিমালয়ের কোলে সুইমিং পুলে ডুব দিতে অল্প খরচে আসুন এই পাহাড়ি গ্রামে
advertisement
আরও পড়ুন: কুংফু -ক্যারাটে তো অনেক হল!এবার বাজার কাঁপাচ্ছে কুডো,আত্মরক্ষায় চ্যাম্পিয়ন হয়ে উঠুন
এই বিষয়ে পোড়াঝার ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত শরৎ মন্ডল বলেন, ‘মূলত ২৩ বছর ধরে এই ঘাটে হয়ে আসছে ছট পুজো। এক দিকে যেমন এসজেডিএ -এর তরফে ঘাট পরিষ্কার করা হচ্ছে ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য জেসিবি এবং বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয়েছে।’ পাশাপাশি ঘাট কমিটির সদস্যরা জানান প্রত্যেকবারের মতো এবারও নানান উদ্যোগ গ্রহণ করা হবে। ছট পুজোর দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রত্যেক বছরের মতো এ বছরও বৃহৎ আকারে হবে ছট পুজো।
অনির্বাণ রায়