TRENDING:

Siliguri News: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের

Last Updated:

ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: কালীপুজো যেতে না যেতেই এবার প্রস্তুতি ছট পুজোর। সে কারণে ঘাট পরিষ্কারে তৎপর প্রশাসন। একদিকে যেমন ওয়ার্ড ভিত্তিক এলাকাগুলিতে তৎপর পুরনিগম, ঠিক তেমনি ঘাট পরিষ্কারে তৎপর রয়েছে শিলিগুড়ি সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিও। এরই অঙ্গ হিসেবে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ পোড়াঝাড় গ্রাম পঞ্চায়েতের তরফে ঘাট পরিষ্কার করা হল। এদিন পোড়াঝাড় সৎশিবম ঘাট পরিষ্কার ও পরিদর্শন করা হয় এবং ঘাটের নির্মাণ কাজও শুরু করা হয়। প্রায় ১৫০ টি ছট ঘাট নির্মিত হয় মহানন্দা নদীর পাশে। আশপাশের এলাকা থেকে শহরের বহু মানুষ এই ঘাটে আসেন। তাই ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা।
advertisement

পোড়াঝাড় সৎশিবম ঘাট কমিটির সদস্যরা জানান, এদিন একদিকে যেমন ঘাট পরিষ্কার হচ্ছে | ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য আর্থমুভার ও বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয় ।

আরও পড়ুন: ছড়িয়ে আছে একরাশ হিরে! হিমালয়ের কোলে সুইমিং পুলে ডুব দিতে অল্প খরচে আসুন এই পাহাড়ি গ্রামে

advertisement

আরও পড়ুন: কুংফু -ক্যারাটে তো অনেক হল!এবার বাজার কাঁপাচ্ছে কুডো,আত্মরক্ষায় চ্যাম্পিয়ন হয়ে উঠুন

এই বিষয়ে পোড়াঝার ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত শরৎ মন্ডল বলেন, ‘মূলত ২৩ বছর ধরে এই ঘাটে হয়ে আসছে ছট পুজো। এক দিকে যেমন এসজেডিএ -এর তরফে ঘাট পরিষ্কার করা হচ্ছে ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য জেসিবি এবং বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয়েছে।’ পাশাপাশি ঘাট কমিটির সদস্যরা জানান প্রত্যেকবারের মতো এবারও নানান উদ্যোগ গ্রহণ করা হবে। ছট পুজোর দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রত্যেক বছরের মতো এ বছরও বৃহৎ আকারে হবে ছট পুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল