TRENDING:

Siliguri Table Tennis Academy: শিলিগুড়িতে গড়ে উঠছে ঝকঝকে টেবিল টেনিস অ্যাকাডেমি! অভিজ্ঞ কোচদের থেকে উচ্চমানের অনুশীলন-প্রশিক্ষণ, ফি নামমাত্র

Last Updated:

Siliguri Table Tennis Academy: শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে শহরে গড়ে উঠতে চলেছে একটি পূর্ণাঙ্গ টেবিল টেনিস অ্যাকাডেমি। যেখানে রাজ্যস্তরের খেলোয়াড়রা অনুশীলন এবং শিশুরা টেবিল টেনিস প্রশিক্ষণের সুযোগ পাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: একসময় যে শিলিগুড়ি টেবিল টেনিসের জন্য রাজ্যজুড়ে পরিচিত ছিল, কালের নিয়মে সেই গৌরব অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। তবে ফের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌরনিগম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামকে কেন্দ্র করে গড়ে উঠতে চলেছে একটি পূর্ণাঙ্গ টেবিল টেনিস অ্যাকাডেমি। যেখানে ভবিষ্যতের তারকারা যেমন প্রশিক্ষণ পাবে, তেমনই রাজ্যস্তরের খেলোয়াড়দের জন্যও খুলে যাবে বড় মঞ্চ।
advertisement

এই লক্ষ্যেই শিলিগুড়ি পৌরনিগমের এসএমসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে মেয়র জানান, দেশবন্ধু ইনডোর স্টেডিয়ামকে খুব দ্রুত সম্পূর্ণরূপে অপারেশনাল করা হচ্ছে এবং ইতিমধ্যেই স্টেট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তার সূচনা হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ মুরগির গাড়ি নিয়ে কলকাতা আসাই কাল হল! গাঢ় কুয়াশার মাঝে জাতীয় সড়কে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু চালক-সহ ২ জনের, জখম আরও ১

advertisement

মেয়র গৌতম দেবের কথায়, এই অ্যাকাডেমিতে একদিকে যেমন স্টেট র‍্যাঙ্কিং খেলোয়াড়রা উচ্চমানের অনুশীলনের সুযোগ পাবেন, অন্যদিকে একেবারে নতুন শিশুরাও টেবিল টেনিসে হাতেখড়ি নেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যেই ২৩ জন খেলোয়াড় প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন এবং ভবিষ্যতে প্রায় ৫০ থেকে ৬০ জন শিশু এই একাডেমির আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

View More

প্রশিক্ষণের মান বজায় রাখতে অভিজ্ঞ ও পরিচিত কোচদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। অমিত দাম, মান্তু ঘোষ, সুব্রত রায়-সহ একাধিক দক্ষ কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। শিশু ও বড় খেলোয়াড়দের জন্য আলাদা কোচিং টিম গঠন করা হবে এবং প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ চলবে।

advertisement

আরও পড়ুনঃ মশা মারতে রাসায়নিক তেল, ক্রিমের দিন শেষ! মথুরাপুরে ‘মশার যম’ তৈরির প্রক্রিয়া চলছে, যা সাড়া ফেলবে বাজারে

বর্তমানে স্টেডিয়ামে রয়েছে ৬টি টেবিল, যা ভবিষ্যতে বাড়িয়ে ১০টি করার পরিকল্পনা রয়েছে। শুধু টেবিল টেনিসই নয়, ফেব্রুয়ারি মাস থেকে ব্যাডমিন্টন চালু করারও প্রস্তুতি চলছে। পাশাপাশি একটি আধুনিক জিম নির্মাণের কাজ শুরু হবে খুব শীঘ্রই। স্টেডিয়ামের আলো ব্যবস্থাও আধুনিকীকরণ করে এলইডি লাইটে রূপান্তরিত করা হবে।

advertisement

আগামী ২৪ জানুয়ারি দুপুর ৩টোয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামের পুনরায় উদ্বোধনের কথা জানিয়েছেন মেয়র। ওই দিন টেবিল টেনিস সংস্থা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে এক নতুন যাত্রার সূচনা হবে। প্রশিক্ষণ সূচি অনুযায়ী শিশুদের সপ্তাহে তিনদিন এবং বড়দের চারদিন, প্রতিদিন তিন ঘণ্টা করে অনুশীলন করানো হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

প্রশিক্ষণ ফি রাখা হয়েছে যথেষ্ট নামমাত্র, নতুন শিক্ষার্থীদের জন্য মাসিক ৩০০ টাকা এবং বড়দের জন্য ৫০০ টাকা। এই ফি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা সংগ্রহ হলেও, স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, আলো ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয় হবে। বাকি অর্থ শিলিগুড়ি পৌরনিগম বহন করবে। পাশাপাশি খেলোয়াড়দের জন্য বল ও পানীয় জলের ব্যবস্থাও করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্যারাসুট ছিঁড়ে মাঠে পড়ল রহস্যময় ডিভাইস, আতঙ্কে কাটোয়ার দাঁইহাট! 
আরও দেখুন

ফুটবল ও ক্রিকেটের পর এবার টেবিল টেনিসে নিজস্ব অ্যাকাডেমি গড়ে তুলে শিলিগুড়ি পৌরনিগম যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের পথে এগোচ্ছে, তা নিয়ে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা। তাদের মতে, এই উদ্যোগ শুধু একটি অ্যাকাডেমি নয়, বরং শিলিগুড়ির হারানো ক্রীড়া গৌরব ফেরানোর এক নতুন লড়াই।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Table Tennis Academy: শিলিগুড়িতে গড়ে উঠছে ঝকঝকে টেবিল টেনিস অ্যাকাডেমি! অভিজ্ঞ কোচদের থেকে উচ্চমানের অনুশীলন-প্রশিক্ষণ, ফি নামমাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল