এই লক্ষ্যেই শিলিগুড়ি পৌরনিগমের এসএমসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে মেয়র জানান, দেশবন্ধু ইনডোর স্টেডিয়ামকে খুব দ্রুত সম্পূর্ণরূপে অপারেশনাল করা হচ্ছে এবং ইতিমধ্যেই স্টেট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তার সূচনা হয়ে গিয়েছে।
advertisement
মেয়র গৌতম দেবের কথায়, এই অ্যাকাডেমিতে একদিকে যেমন স্টেট র্যাঙ্কিং খেলোয়াড়রা উচ্চমানের অনুশীলনের সুযোগ পাবেন, অন্যদিকে একেবারে নতুন শিশুরাও টেবিল টেনিসে হাতেখড়ি নেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যেই ২৩ জন খেলোয়াড় প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন এবং ভবিষ্যতে প্রায় ৫০ থেকে ৬০ জন শিশু এই একাডেমির আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণের মান বজায় রাখতে অভিজ্ঞ ও পরিচিত কোচদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। অমিত দাম, মান্তু ঘোষ, সুব্রত রায়-সহ একাধিক দক্ষ কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। শিশু ও বড় খেলোয়াড়দের জন্য আলাদা কোচিং টিম গঠন করা হবে এবং প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ চলবে।
বর্তমানে স্টেডিয়ামে রয়েছে ৬টি টেবিল, যা ভবিষ্যতে বাড়িয়ে ১০টি করার পরিকল্পনা রয়েছে। শুধু টেবিল টেনিসই নয়, ফেব্রুয়ারি মাস থেকে ব্যাডমিন্টন চালু করারও প্রস্তুতি চলছে। পাশাপাশি একটি আধুনিক জিম নির্মাণের কাজ শুরু হবে খুব শীঘ্রই। স্টেডিয়ামের আলো ব্যবস্থাও আধুনিকীকরণ করে এলইডি লাইটে রূপান্তরিত করা হবে।
আগামী ২৪ জানুয়ারি দুপুর ৩টোয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপাল ইনডোর স্টেডিয়ামের পুনরায় উদ্বোধনের কথা জানিয়েছেন মেয়র। ওই দিন টেবিল টেনিস সংস্থা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে এক নতুন যাত্রার সূচনা হবে। প্রশিক্ষণ সূচি অনুযায়ী শিশুদের সপ্তাহে তিনদিন এবং বড়দের চারদিন, প্রতিদিন তিন ঘণ্টা করে অনুশীলন করানো হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষণ ফি রাখা হয়েছে যথেষ্ট নামমাত্র, নতুন শিক্ষার্থীদের জন্য মাসিক ৩০০ টাকা এবং বড়দের জন্য ৫০০ টাকা। এই ফি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা সংগ্রহ হলেও, স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, আলো ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয় হবে। বাকি অর্থ শিলিগুড়ি পৌরনিগম বহন করবে। পাশাপাশি খেলোয়াড়দের জন্য বল ও পানীয় জলের ব্যবস্থাও করা হবে।
ফুটবল ও ক্রিকেটের পর এবার টেবিল টেনিসে নিজস্ব অ্যাকাডেমি গড়ে তুলে শিলিগুড়ি পৌরনিগম যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের পথে এগোচ্ছে, তা নিয়ে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা। তাদের মতে, এই উদ্যোগ শুধু একটি অ্যাকাডেমি নয়, বরং শিলিগুড়ির হারানো ক্রীড়া গৌরব ফেরানোর এক নতুন লড়াই।





