ফোন করে ছেলেকে দ্রুত জায়গাটি থেকে বেরিয়ে যেতে বলেন তিনি, খবর দেন বন দফতরে। শুরু হয় তল্লাশি। আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। শঙ্কা শাবক রয়েছে মানে আশপাশে রয়েছে বাঘিনীও। পূর্ব সিকিমের গ্যাংটকে থেকে প্রায় আট কিলোমিটার দূরে শ্যায়ারি এলাকার। ছাত্রটি ছবি তোলার পর বিষয়টি সামনে এসেছে। জনবহুল গ্যাংটক শহরের এত কাছে ডোরাকাটা বাঘের দেখা মিলবে তা সিকিম বন দফতরের কর্তাদের ভাবনাতেও ছিল না।
advertisement
আরও পড়ুন: ইন্ডিগোর যাত্রীদের দুর্ভোগ চরমে! টানা চতুর্থ দিনেও কলকাতা বিমানবন্দর থেকে একের পর এক বিমান বাতিল
স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে। ছবি দেখার পর বন দফতরের আধিকারিকেরা নিশ্চিত শাবকের সঙ্গে নিশ্চয়ই মা আছে। তাই আশপাশের লোকালয়ে বিপদ দেখা দিতে পারে। সেই আশঙ্কা থেকে বনকর্মীরা শাবকটির খোঁজে তল্লাশি শুরু করেন। তবে তার খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক ও সিকিম বন দফতরের উপদেষ্টা, তেনজিং নরবু লামথা। সিকিমের ডিভিশনাল ফরেস্ট অফিসার নর্দেন ভুটিয়া জানান, সিকিমের পাঙ্গোলাখা ও ভুটানের সামসে জঙ্গলের মধ্যে করিডর রয়েছে।
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
ওই কোরিডর দিয়ে বন্যপ্রাণীদের বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত গ্যাংটক জেলার শ্যায়ারি এলাকা ও চোংয়ে জঙ্গলের আশপাশে তল্লাশি চালিয়ে বাঘ শাবকের হদিশ মেলেনি। বনকর্তাদের অনুমান শাবকটি জঙ্গলের গভীরে মায়ের কাছে চলে গিয়েছে। যদিও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।






