অন্যান্য দিনের মতন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীদের নজরে আসে বেঞ্চের কোণায় কিছু একটা ঘোরাফেরা করছে। ভাল করে দেখতেই নজরে আসে সাপটি। সাপ দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্কুলের ছাত্র-ছাত্রী শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংস্থা ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশন-এর সদস্যদের। সংগঠনের সদস্যরা এসে সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেলে আতঙ্কমুক্ত হয় গোটা স্কুল।
advertisement
আরও পড়ুন : অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা
পরিবেশপ্রেমীদের সংগঠন সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপটি নির্বিষ ‘এটি ব্রঞ্জ ব্ল্যাক ট্রি’ প্রজাতির। তবে শ্রেণিকক্ষের ভেতরে আচমকা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল সবাই। ঠান্ডা জায়গায় খোজেই সম্ভবত সাপটি ক্লাসরুমে ঢুকে পড়েছিল।
আরও পড়ুন : গোবর দেখে সন্দেহ! তুষের বস্তার নীচে যা লুকিয়ে রাখা সেটা দেখে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের
আরও পড়ুন : স্বাদ ছাড়া অন্য কী কী কারণে ডিমের কুসুম খাবেন?
স্কুলের প্রধান শিক্ষক উদয়কুমার ভট্টাচার্য বলেন, ‘‘ স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতো ক্লাস চলছিল৷ শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। সেই সময় শ্রেণিকক্ষের ছাত্রছাত্রীদের নজরে আসে কোন একটি প্রাণী বেঞ্চের কোণা থেকে মাথা বার করে রয়েছে, আর বারবার জিভ বের করে ঢুকিয়ে নিচ্ছে। ছাত্রছাত্রীরা শিক্ষককে বলেন বিষয়টি। এরপর শিক্ষক কাছে থেকে দেখলে বুঝতে পারেন সেটি একটি সাপ৷ ছাত্রছাত্রীরা ভয়ে ক্লাসরুম থেকে দৌড়ে বাইরে পালিয়ে আসে। এর পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পরিবেশপ্রেমীদের। খবর পাওয়া মাত্রই তাঁরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান, এর পর আতঙ্ক মুক্ত হয় সকলে।’’
( প্রতিবেদন : রকি চৌধুরী)