Viral: অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা

Last Updated:

Viral: করোনা ভাইরাসের প্রকোপে উপার্জন হারিয়ে এখন তিনি খাবার বিক্রেতা৷

(ছবি : ইনস্টাগ্রাম)
(ছবি : ইনস্টাগ্রাম)
অনেকেরই জীবনের গতিপথ পাল্টে দিয়েছে অতিমারি (Covid19 pandemic)৷ চাকরি, ব্যবসা হারিয়ে পথে বসেছেন অনেকেই৷ সময়ের সঙ্গে সঙ্গে কেউ কেউ অন্য পথে গিয়ে ধরেছেন জীবনের হাল৷ সেরকমই গুজরাতের জামনগরের এক শিল্পী৷ করোনা ভাইরাসের প্রকোপে উপার্জন হারিয়ে এখন তিনি খাবার বিক্রেতা৷
সামাজিক মাধ্যমে তাঁর ভাইরাল কাহিনি অনুপ্রেরণা যোগাচ্ছে নেটিজেনদের৷ তাঁর সংগ্রাম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এক ফুড ব্লগার৷ সেখানে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণী বলছেন, ‘‘পেশা অনুযায়ী আমি একজন গায়িকা৷ কিন্তু করোনার সময়ে উপার্জন করতে পারছিলাম না৷ তাই কিছু উপার্জনের জন্য আমি খাবারের স্টল শুরু করি৷ খেয়াল করি জামনগরে কোথাও ফ্র্যাঙ্কিজ বিক্রি হয় না৷ আমি তাই এখন ফ্র্যাঙ্কিজ বিক্রি করি৷ তবে এখনও আমি একজন গায়িকা৷’’
advertisement
আরও পড়ুন : প্রেম বা দাম্পত্য ঝগড়াহীন রাখতে চান? এই কথাগুলো রাগের মাথাতেও উচ্চারণ করবেন না
জামনগরে তাঁর স্টলের নাম ‘ফ্র্যাঙ্কি উওম্যান’৷ তাঁর ভিডিও আপলোড হওয়ার পর ভিউজ পৌঁছেছে ৩ লক্ষের বেশি সংখ্যায়৷ ভাল লাগা এবং ভালবাসার প্রতিক্রিয়া এসেছে প্রায় ৫০ হাজারে৷ মন্তব্য এসেছে কয়েকশো৷ রান্না করতে করতেই গান শুনিয়েছেন তিনি৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর কণ্ঠের জাদুতেও৷ এক জন লিখেছেন, ‘‘সেই সব মহিলাদের কুর্নিশ যাঁরা যন্ত্রণাকে শক্তিকে রূপান্তরিত করেছেন৷ ’’ আর একজনের মন্তব্য, ‘‘এরকম লড়াকু মহিলা আরও শক্তি লাভ করুন৷ তাঁর কণ্ঠও কী সুন্দর৷’’ তাঁর খাবারের গুণেও পঞ্চমুখ অনেকেই৷ সে কথাও জানাতে ভোলেননি তাঁরা৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  রোগা বলে হীনমন্যতার শিকার? সাজুন এভাবে
সুরের জগৎ থেকে স্ট্রিট ফুডের দুনিয়ায় বাস করেও মুখের হাসি অমলিন এই গায়িকার৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement