Relationship: প্রেম বা দাম্পত্য ঝগড়াহীন রাখতে চান? এই কথাগুলো রাগের মাথাতেও উচ্চারণ করবেন না

Last Updated:
এই কথাগুলো বলে সঙ্গীকে আহত করবেন না৷(Avoid these words to keep relationship peaceful)
1/5
শব্দই ব্রহ্ম৷ আপনার কথায় যেমন কেউ খুশি হন, আবার আপনার কথাতেই কারওর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়৷ বিশেষ করে প্রেমের সম্পর্কে এ ব্যাপারে সতর্ক থাকুন৷ এই কথাগুলো বলে সঙ্গীকে আহত করবেন না৷(Avoid these words to keep relationship peaceful)
শব্দই ব্রহ্ম৷ আপনার কথায় যেমন কেউ খুশি হন, আবার আপনার কথাতেই কারওর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়৷ বিশেষ করে প্রেমের সম্পর্কে এ ব্যাপারে সতর্ক থাকুন৷ এই কথাগুলো বলে সঙ্গীকে আহত করবেন না৷(Avoid these words to keep relationship peaceful)
advertisement
2/5
‘তুমি খুব বোরিং’-এটা বাক্য যে কোনও সম্পর্ক বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ কাউকে একঘেয়ে বলার অর্থ তাকে কঠোর মানসিক আঘাত দেওয়া৷ কোনও নেতিবাচক মন্তব্য, তুলনামূলক আলোচনা করলে দু’জনের মধ্যে ফারাক আরও দীর্ঘ হবে৷
‘তুমি খুব বোরিং’-এটা বাক্য যে কোনও সম্পর্ক বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ কাউকে একঘেয়ে বলার অর্থ তাকে কঠোর মানসিক আঘাত দেওয়া৷ কোনও নেতিবাচক মন্তব্য, তুলনামূলক আলোচনা করলে দু’জনের মধ্যে ফারাক আরও দীর্ঘ হবে৷
advertisement
3/5
তুমি আমার কথা শোনো না কেন?-এ কথাটা এক আধবার বলা হলে ঠিক আছে৷ কিন্তু তার বেশি হলেই আপনার সঙ্কীর্ণ ও ডমিনেটিং মনোভাব প্রকট হয়ে উঠবে৷ তাই আবেগপ্রবণ বা রাগত-কোনও স্বরেই কথাগুলি বলবেন না৷
তুমি আমার কথা শোনো না কেন?-এ কথাটা এক আধবার বলা হলে ঠিক আছে৷ কিন্তু তার বেশি হলেই আপনার সঙ্কীর্ণ ও ডমিনেটিং মনোভাব প্রকট হয়ে উঠবে৷ তাই আবেগপ্রবণ বা রাগত-কোনও স্বরেই কথাগুলি বলবেন না৷
advertisement
4/5
‘তুমি খুব স্বার্থপর’-এই কথায় দু’জনের মধ্যে দূরত্ব ও টেনশন ক্রমশ বাড়বে৷ এমনকি, ঝগড়ার মধ্যে উচ্চারিত হলেও যে তিক্ততা তৈরি হবে, তার থেকে বেরিয়ে আসা দুষ্কর৷
‘তুমি খুব স্বার্থপর’-এই কথায় দু’জনের মধ্যে দূরত্ব ও টেনশন ক্রমশ বাড়বে৷ এমনকি, ঝগড়ার মধ্যে উচ্চারিত হলেও যে তিক্ততা তৈরি হবে, তার থেকে বেরিয়ে আসা দুষ্কর৷
advertisement
5/5
‘তুমি অনেক পাল্টে গিয়েছ’-এই বাক্য কোনও স্বাস্থ্যকর সম্পর্কে উচ্চারিত না হওয়াই ভাল৷ যদি মনে হয়, আপনার সঙ্গী পাল্টে গিয়েছেন, তাহলে মনে রাখবেন পরিবর্তন আপনারও হয়েছে৷ কারণ সম্পর্কের সঙ্গে সঙ্গে মানুষও পরিবর্তিত হন সময়ের সঙ্গে সঙ্গে৷
‘তুমি অনেক পাল্টে গিয়েছ’-এই বাক্য কোনও স্বাস্থ্যকর সম্পর্কে উচ্চারিত না হওয়াই ভাল৷ যদি মনে হয়, আপনার সঙ্গী পাল্টে গিয়েছেন, তাহলে মনে রাখবেন পরিবর্তন আপনারও হয়েছে৷ কারণ সম্পর্কের সঙ্গে সঙ্গে মানুষও পরিবর্তিত হন সময়ের সঙ্গে সঙ্গে৷
advertisement
advertisement
advertisement