Smuggling Racket in Jalpaiguri: গোবর দেখে সন্দেহ! তুষের বস্তার নীচে যা লুকিয়ে রাখা সেটা দেখে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের

Last Updated:

Smuggling Racket in Jalpaiguri: বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চালানোর হয়৷

পুলিশকর্মীরা যেটি দেখলেন তাতে তাদের চক্ষু চড়কগাছ
পুলিশকর্মীরা যেটি দেখলেন তাতে তাদের চক্ষু চড়কগাছ
মালবাজার : জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার অন্তর্গত  ক্রান্তি ফাঁড়ির পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে নাকা চেকিং করছিলেন ওসি সুব্রত গুনের  নেতৃত্বে। সন্দেহজনক তুষের বস্তা ভর্তি গাড়ি আটকে তল্লাশি চালাতেই খোঁজ মিলল তুষের বস্তার নীচে আলাদা কেবিনে লুকিয়ে রাখা গরুর৷ পাচারের  আগেই আটক করা হলো দশটি গরু।(Cow smuggling racket)
বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চালানোর হয়৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পিকআপ ভ্যানে তল্লাশি চালাতে প্রথম অবস্থায় দেখা যায় সেটাতে তুষের বস্তা বোঝাই রয়েছে। পিকআপ ভ্যানটিকে  ছেড়ে দিতে সেটি এগিয়ে যেতেই পুলিশকর্মীদের নজরে আসে গাড়ির নীচের অংশে গোবর লাগা রয়েছে। সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ তাঁরা ফের একবার আটক করেন গাড়িটিকে। আর এর পর পুলিশকর্মীরা যেটি দেখলেন তাতে তাদের চক্ষু চড়কগাছ।
advertisement
আরও পড়ুন : অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা
পিকআপ ভ্যানে লোহা দিয়ে করা হয়েছে দুটি চেম্বার। নিচের চেম্বারে ঠাসাঠাসি করে ঢোকানো হয়েছে দশটি গরু। গরুর ওপরের চেম্বারে তুষের বস্তা সাজানো রয়েছে। ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান পিকআপ ভ্যানের চালক ও খালাসি। ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন : মুখ থেকে দোলের রং তোলার ঘরোয়া টোটকা
ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুন বলেন, ‘‘ গোপন সূত্রে খবর পেয়ে আমরা জাতীয় সড়কে নাকা তল্লাশি চালাচ্ছিলাম৷ সেই সময়ে একটি তুষ বোঝাই পিকআপ ভ্যান দেখে আমাদের সন্দেহ হয়। সেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করতেই চালক এবং খালাসি পালিয়ে যায়। এরপর গাড়িটিতে ভাল করে  তল্লাশি চালালে দেখতে পাওয়া যায় তুষের বস্তার নিচে আলাদা করে একটি কেবিন বানানো রয়েছে যার মধ্যে দশটি গরু লুকিয়ে রাখা হয়েছিল, যেগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সেই গরুগুলোকে আটক করা হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’
advertisement
( প্রতিবেদন : রকি চৌধুরী)
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Smuggling Racket in Jalpaiguri: গোবর দেখে সন্দেহ! তুষের বস্তার নীচে যা লুকিয়ে রাখা সেটা দেখে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement