Holi 2022: মুখ থেকে দোলের রং তোলার ঘরোয়া টোটকা

Last Updated:
জেনে নিন কীভাবে সহজেই মুখের রং তুলবেন৷(tips to wipe off Holi colour from face)
1/6
দোলের ছুটির পরই থাকে কর্মক্ষেত্রে যাওয়ার তাড়া৷ সে সময় মুখে রং লেগে থাকলে দেখতে বিসদৃশ লাগে৷ তাই জেনে নিন কীভাবে সহজেই মুখের রং তুলবেন৷(tips to wipe off Holi colour from face)
দোলের ছুটির পরই থাকে কর্মক্ষেত্রে যাওয়ার তাড়া৷ সে সময় মুখে রং লেগে থাকলে দেখতে বিসদৃশ লাগে৷ তাই জেনে নিন কীভাবে সহজেই মুখের রং তুলবেন৷(tips to wipe off Holi colour from face)
advertisement
2/6
সাবান দেওয়ার আগে প্রথমে নারকেল তেল লাগান৷ তেলের প্রভাবে রং গলে যাবে৷ ফলে সাবানে রং উঠে যাওয়া সহজ হবে৷
সাবান দেওয়ার আগে প্রথমে নারকেল তেল লাগান৷ তেলের প্রভাবে রং গলে যাবে৷ ফলে সাবানে রং উঠে যাওয়া সহজ হবে৷
advertisement
3/6
ময়দা ও তেলের মিশ্রণ তৈরি করুন৷ তার পর সারা মুখে মেখে কয়েক মিনিট অপেক্ষা করুন৷ মালিশ করুন কিছু ক্ষণ৷ তার পর মৃদু ক্লেঞ্জার দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷
ময়দা ও তেলের মিশ্রণ তৈরি করুন৷ তার পর সারা মুখে মেখে কয়েক মিনিট অপেক্ষা করুন৷ মালিশ করুন কিছু ক্ষণ৷ তার পর মৃদু ক্লেঞ্জার দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
4/6
মুখের রং তোলা জন্য ব্যবহার করতে পারেন মুলতানি মাটির প্যাক৷
মুখের রং তোলা জন্য ব্যবহার করতে পারেন মুলতানি মাটির প্যাক৷
advertisement
5/6
রং তোলার পর মুখে জ্বলুনি বা চুলকুনি হলে গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷
রং তোলার পর মুখে জ্বলুনি বা চুলকুনি হলে গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
6/6
ভেজানো আমচুর পাউডার দিয়েও মুখ ধুতে পারেন৷ তবে বেশি বার মুখ ধুলে কিন্তু ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে৷
ভেজানো আমচুর পাউডার দিয়েও মুখ ধুতে পারেন৷ তবে বেশি বার মুখ ধুলে কিন্তু ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে৷
advertisement
advertisement
advertisement