দোলে রং খেলার সময় নখও রঙিন হয়ে ওঠে৷ কিন্তু নখ থেকে যত দ্রুত সম্ভব রং তুলে ফেলুন৷(Easy tips to remove holi colour from nails) নখে দোলের রং বেশি দিন ধরে লেগে থাকলে নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে৷ দোলের রঙের জেরে নখ হলুদ হয়ে যায়৷ তাই ১০ মিনিট লেবুর রসে নখ ডুবিয়ে রাখুন ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগিয়ে ঈষদুষ্ণ জলে নখ চুবিয়ে রাখুন৷ কিছুটা আমন্ড অয়েল মেশান লেবুর রসে৷ নখের স্বাভাবিক রং ফিরে আসবে৷ দোলে রং খেলার আগে নখে ডার্ক শেডের নেল পলিশ লাগিয়ে নিন৷ তাহলে রং বা আবির বসবে না