আরও পড়ুন: মর্মান্তিক বললেও কম! সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
এলাকাবাসীদের কাছ থেকে জানা গেল নিয়মিত খোলে না এই পশু হাসপাতাল। সপ্তাহে তিনদিন থেকে চারদিন খোলা থাকে। অসুস্থ গবাদি পশুকে চিকিৎসার জন্য নিয়ে এসে হয়রানির শিকার হতে হয় মানুষকে। স্থানীয় বাসিন্দা শেখ মিরাজুল বলেন, ঝাঁ চকচকে ভবন রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনও পশু চিকিৎসক নেই এখানে। ফলে হাসপাতালে এসে ঘুরে যেতে হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মালদহের এই পশু হাসপাতালের বেহাল দশার কারণে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। একসময় এই হাসপাতালে নিয়মিত চিকিৎসক থাকতেন। নিয়মিত পরিষেবা পেতেন স্থানীয়রা। কিন্তু গত কয়েক বছর ধরেই এই পশু হাসপাতালের পরিষেবা বেহাল হয়ে পড়েছে। ফলে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না ওষুধ।স্থানীয় একজন ভেটেনারি ফিল্ড সার্ভে অফিসার এসে হাসপাতাল খোলেন। কম্পাউন্ডার এবং গ্রুপ-ডি’র কর্মীরাই সমস্ত কাজ চালান। যদিও তাঁদেরকে প্রত্যেকদিন পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে ভেটেনারি সার্ভে ফিল্ড অফিসার কালাচাঁদ কর্মকার এলাকাবাসীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। তিনি জানান, মানুষের সুবিধার জন্যই হাসপাতাল খোলেন। কিন্তু চিকিৎসক না থাকায় সঠিকভাবে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
হরষিত সিংহ