Alipurduar News: মর্মান্তিক বললেও কম! সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

Last Updated:

স্থানীয় ব‍্যবসায়ী বিমল কুমার সাহার নির্মীয়মান বাড়িতে সেপটিক ট‍্যাঙ্কের রিং বসানোর কাজ করছিলেন ওই শ্রমিক। তাঁকে সাহায্য করছিলেন আরও দুজন

উদ্ধারকার্য
উদ্ধারকার্য
আলিপুরদুয়ার: উত্তরকাশির টানেলের ধস থেকে অনেক লড়াইয়ের পর শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে শ্রমিকদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফালাকাটায় সেপটিক ট‍্যাঙ্ক তৈরি করতে গিয়ে ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। আট ঘণ্টা পর দমকল কর্মীরা এসে বিনোদ বর্মন (৪০) নামে ওই শ্রমিকের দেহ উদ্ধার করেন।
দমকল কর্মীরা ওই শ্রমিকের দেহ যতক্ষণে উদ্ধার করেন ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন তিনি। সোমবার দুপুরে ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব‍্যবসায়ী বিমল কুমার সাহার নির্মীয়মান বাড়িতে সেপটিক ট‍্যাঙ্কের রিং বসানোর কাজ করছিলেন ওই শ্রমিক। তাঁকে সাহায্য করছিলেন আরও দুজন। ২০ ফুট গর্তে নেমে কাজ করছিলেন বিনোদ। সেই সময় মাটি ধসে চাপা পড়ে যান। খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ ও ফালাকাটা দমকল কেন্দ্রের কর্মীরা। তাঁরা এসে আর্থ মুভার দিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তিন ঘণ্টার প্রচেষ্টায় দুজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হলেও তখনও ধসের তলায় চাপা পড়েছিলেন বিনোদ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
পরবর্তীতে রাতে এনডিআরএফ জওয়ানরা এলাকায় আসেন। রাত ১২ টার সময় তাঁরা উদ্ধার বের করে আনেন বিনোদ বর্মন নামে ওই শ্রমিকের দেহ। ব‍্যবসায়ী বিমল কুমার সাহা বলেন, কী থেকে কী হল বুঝতে পারছি না। এক ঠিকাদারের মাধ‍্যমে কাজটি হচ্ছিল। এখন সকলে আমাকে দোষারোপ করছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: মর্মান্তিক বললেও কম! সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement