আরও পড়ুন: ঐতিহ্যে ছেদ, রাতের বদলে দিনের আলোয় সারতে হবে বনদুর্গার পুজো!
বড়দিনের আগে ফুল বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছেন শামুকতলার ব্যবসায়ীরা। প্রতিবছরই শামুকতলা বাজারে এই ফুলের বাজার বসে। সায়ন দেবনাথ নামে এখানকার এক ফুল ব্যবসায়ী জানান, ক্রিসমাস উপলক্ষে সাতদিন আগে বাজারে আসি আমরা। ১ জানুয়ারি পর্যন্ত চলে বাজার। শীতের ফুলগুলি নিয়ে আসি। বেশি দামি ফুল আনতে পারি না। কারণ যারা ক্রেতা তাঁদের অর্থনৈতিক অবস্থাটাও আমাদের বুঝতে হয়। এবারের যা বিক্রি বাটা হচ্ছে তাতে তিনি যথেষ্ট খুশি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শামুকতলা বাজারে গেলেই দেখা মিলবে নানান রঙের ফুলের। রয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, কসমসের মত ফুলগুলি। হলুদের নানা শেড, কমলা এবং লাল রঙের গাঁদা এসেছে। পাপড়ির সংখ্যা ভেদে সিঙ্গেল ও ডবল- দুই রকম গাঁদা পাওয়া যাচ্ছে। গোলাপি, সাদা, বেগুনি রঙের জিনিয়া ও চন্দ্রমল্লিকা মিলছে। লম্বা ও চিকন ডাঁটার উপর দেখতে ভীষণ সুন্দর কসমস ফুল বিক্রি হচ্ছে। লাল ও নীল রঙের ফুল হয় এই কসমসের। চন্দ্রমল্লিকায় রয়েছে ছোট ও বড় আকার।ছোট আকারের ফুলের দাম কম। গাঁদা ফুল ৪০ টাকা, চন্দ্রমল্লিকার ছোটটি ৬০ টাকা ও বড়টি ৮০ টাকায় দরে বিক্রি হচ্ছে।
অনন্যা দে