TRENDING:

Ghat Kali: ৩০০ বছর ধরে একসঙ্গে সাত কালীর পুজো বালুরঘাটে! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি, বাড়ি বসে আপনিও ঘাটকালীর দর্শন করুণ

Last Updated:

Balurghat Ghat Kali: ৩০০ বছর ধরে বালুরঘাটে হয়ে চলেছে সাতটি কালীর একসঙ্গে পুজো। সাতটি মণ্ডপে থাকা সাত কালীর পুজো করেন একজন পুরোহিতই। আবার সারাদিন পুজো করার পরে সেদিন বিকেলেই সব কালী একে অপরের মুখ দেখিয়ে তারপরেই বিসর্জন হওয়ার রীতি রয়েছে এখানে। বালুরঘাটের ঘাটকালীর বিসর্জনে আজব রীতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: প্রায় ৩০০ বছর ধরে বালুরঘাটে হয়ে চলেছে সাতটি কালীর একসঙ্গে পুজো। ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায় গ্রামবাসীরা এই পুজো করে আসছেন। যদিও সাত কালীর মধ্যে বর্তমানে একটি কালীর পুজো বন্ধ হয়ে গিয়েছে। এই পুজোর বিশেষত্ব হল, ওই এলাকায় সাতটি মণ্ডপে থাকা সাত কালীর পুজো করেন একজন পুরোহিতই। আবার সারাদিন পুজো করার পরে সেদিন বিকেলেই সব কালী একে অপরের মুখ দেখে তারপরেই বিসর্জন হওয়ার রীতি রয়েছে এখানে। পুজোর দিন প্রায় ৫০০টি ভোগের ডালা পড়ে এই ঘাটকালীর মন্দিরে। সাত কালীকে সাত বোন হিসেবেই দেখেন সকলে।
advertisement

স্থানীয় বাসিন্দাদের মতে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ওই এলাকার সুকুল জমিদার এই পুজো শুরু করেন। একজন পুরোহিত পুরো এলাকা ঘুরে সাত কালীর পুজো সারতেন। সবশেষে ঘাটকালীর পুজো করতে গিয়ে সকাল হয়ে যেত। সেই থেকেই আজও ঘাটকালীর পুজো সকালেই করা হয়। যা বিকেল পর্যন্ত চলে। এই পুজোর আরেক বিশেষত্ব হল, পুজোর রাতে অন্য কালীপুজো হওয়ার পরের দিন ঘাটকালীর কাছে সব কালী প্রতিমা জমায়েত হয়। সেদিন বিকেলেই সব কালী একসঙ্গে বিসর্জন দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালের বিগ বাজেটের কালীপুজোয় অভিনব থিম, যুব সমাজের ভাবনায় স্যালুট জানাতে বাধ্য হবেন

পুজো উদ্যোক্তাদের মতে, “স্থানীয় বিশ্বাসে এই সাত কালীমাতা সাত বোন। তার মধ্যে সবচেয়ে ছোট বোন ঘাটকালী। তাই তার পুজো সবার শেষে করার রীতি চলে আসছে। ওই এলাকার স্কুল মোড়ে রয়েছে বামাকালী, সেন্ট পিটার্স এলাকায় সুরকালী, মাহিনগর এলাকায় চন্ডী কালী, নদীর পাড়ে নির্দয়া কালী, মিশন এলাকায় বুড়াকালী, সন্ন্যাস কালী ও বিসর্জনের ঘাটে ঘাটকালী। তবে বর্তমানে সন্ন্যাস কালী মণ্ডপের জায়গা সরকারি কৃষি ফার্মের অধীনে চলে গিয়েছে। যার জেরে এই পুজো বন্ধ হয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

বিসর্জনের সন্ধ্যায় সব কালী প্রতিমা এসে ঘাটকালী এলাকায় জমা হবে। তখনই তাদের একসঙ্গে বিসর্জন দেওয়া হয়। এই সাত কালীপুজোর প্রতিষ্ঠাতা নদীতে প্রতিমা বিসর্জন করতেন না। নদীর ধারে একটি পুকুর কেটে সেখানে বিসর্জন দেওয়ার রীতি চালু করেছিলেন। পুরনো সেই নিয়ম মেনে আজও সেখানে বিসর্জন হবে। প্রতিবছর ঘাটকালী পুজোকে কেন্দ্র করে মেলা বসে। আর এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে প্রতি বছরই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ghat Kali: ৩০০ বছর ধরে একসঙ্গে সাত কালীর পুজো বালুরঘাটে! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি, বাড়ি বসে আপনিও ঘাটকালীর দর্শন করুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল