আরও পড়ুন: সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীর পথ্যে মিষ্টি, উধাও ডিম!
আলিপুরদুয়ারের দলমোড় ও দলসিংপাড়া এই দুই চা বাগানের মালিক একজনই বলে জানা গিয়েছে। এই দুই বাগান বন্ধ হয়ে পড়ায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের সংসারে হাঁড়ির হাল। এই পরিস্থিতিতে বাগান মালিকের লিজ বাতিলের দাবি জানিয়েথে শ্রমিক সংগঠনগুলি। বুধবার শ্রম দফতর বন্ধ দলসিংপাড়া, দলমোড় ও রামঝোড়া চা বাগান নিয়ে শিলিগুড়িতে বৈঠক ডেকেছিল। সেই বৈঠকের দিকেই তাকিয়ে ছিলেন বন্ধ বাগানের কয়েক হাজার শ্রমিক। তবে বৈঠক হওয়ার আগেই বৈঠকে যোগদান করবেন না বলে সহ শ্রম আধিকারিককে চিঠি লিখে সাফ জানিয়ে দেয় দলসিংপাড়া ও দলমোড় চা বাগানের মালিকপক্ষ। ফলে ভেস্তে যায় বৈঠক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শ্রম দফতরের ডাকা বৈঠক ভেস্তে যাওয়ায় দুটি বন্ধ চা বাগান খোলার বিষয়টিও পিছিয়ে গেল। দুর্গাপুজোর মুখে বন্ধ হয়েছিল এই দুটি বাগান। এরপর শ্রম আধিকারিকের ডাকে তিনবার বৈঠক হয়। একটিও বৈঠকে হাজির হয়নি মালিকপক্ষ। ফলে ভেস্তে যায় বৈঠকগুলি। এই প্রসঙ্গে শ্রমিক নেতা মহম্মদ সাজু জানান, রাজ্য সরকারকেও মালিকপক্ষ মানছে না। নিজেদের খেয়ালখুশি মতো কাজ করছে।আমরা এই মালিক চাই না। নতুন মালিকের হাতে বাগানের ভার দেওয়া হোক। এর ফলে দুই বাগানের ছয় শ্রমিকের পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে।
অনন্যা দে