Dakshin Dinajpur News: সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীর পথ্যে মিষ্টি, উধাও ডিম!

Last Updated:

দুপুরে খাবার কম থাকায় ক্ষুব্ধ রোগীর পরিজনরা। সরকারি হাসপাতালের আধিকারিকদের নজরদারির অভাবেই তালিকা অনুযায়ী খাবার পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের

+
title=

দক্ষিণ দিনাজপুর: সরকারি হাসপাতালের মেনুচার্টে মিলছে না খাবারের হিসেব। প্লেট থেকে উধাও হয়ে গিয়েছে ডিম, এমনই অভিযোগ রোগীর পরিজনদের। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের ক্যান্টিনের পাশেই বড় বড় করে বাংলা হরফে লেখা আছে সকাল, দুপুর ও রাতের মেনু চার্ট। সকালে রোগীদের দেওয়া হচ্ছে তিন পিস পাঁউরুটি, একটি ছোট মিষ্টি ও একটি কলা। পাত থেকে উধাও ডিম। দুপুরে রোগীদের দেওয়া হয়েছে সাদা ভাত, কোয়াশের ঝোল ও ছোট একপিস মাছ।
হাসপাতাল সূত্রে খবর, ২০১১ সাল থেকে হাসপাতালে খাবার দেওয়ার দায়িত্বে আছে আকচা মহামিলন সঙ্ঘ। অভিযোগ, ৭ বছর আগের রেট অনুযায়ী খাবার দিতে হচ্ছে, বরাদ্দ বাড়েনি। তার ফলেই রোগীদের মেনুতে কাটছাঁট করতে হচ্ছে। এই বিষয়ে কুশমণ্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন, হাসপাতালের মেনুচার্ট অনুযায়ী খাবার দেওয়ার কথা। তবে কেন এমন হল, তদন্ত করে দেখা হবে। হাসপাতালে খাবারের মান নিয়মিত পরিদর্শন করে দেখা হয় বলে তিনি জানান।
advertisement
advertisement
সরকারি তথ্য বলছে, রোগীদের সকালে ২৫০ মিলি দুধ, একটি সেদ্ধ ডিম, ৫০ গ্রাম পাঁউরুটি, একটি কলা দেওয়ার কথা। দুপুরে ভাত, ডাল, মিক্সড সব্জি, মাছ ও রাতের মেনুতে চারটি রুটি, ডাল, মিক্সড সব্জি, ডিম ভাজা। দুপুরে খাবার কম থাকায় ক্ষুব্ধ রোগীর পরিজনরা। সরকারি হাসপাতালের আধিকারিকদের নজরদারির অভাবেই তালিকা অনুযায়ী খাবার পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
চিকিৎসাধীন এক রোগীর পরিজন মেরিনা ইয়াসমিন বলেন, আমার আত্মীয় জ্বর নিয়ে ভর্তি রয়েছে। সকালে ক্যান্টিনে খাবার নিতে গিয়ে পেলাম তিন পিস পাতলা পাঁউরুটি, একটা মিষ্টি ও একটা কলা। আমার আত্মীয় সুগারের রোগী। তাঁর প্রশ্ন, সুগারের রোগীরা কি তবে মিষ্টি খাবে?
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীর পথ্যে মিষ্টি, উধাও ডিম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement