Murshidabad News: ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হল না, নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি

Last Updated:

মৃত মদন দাসের বাড়ি সাগরদিঘির রামনগর এলাকায়। জানা গিয়েছে, চিকিৎসা করাতে মদন দাস ও তাঁর তার পরিবারের সদস্যরা বর্ধমানে গিয়েছিলেন। সেখানে ডাক্তার দেখিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সবাই

মুর্শিদাবাদ: বর্ধমানে গিয়েছিলেন চিকিৎসা করতে। সেখানে ডাক্তার দেখিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন মদন দাস (৫৫)। কিন্তু বুধবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি গিয়ে পড়ল নয়ানজুলিতে। এই ঘটনায় মৃত্যু হয় মদন দাসের, জখম হয়েছেন আরও তিনজন।
দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায়। মৃত মদন দাসের বাড়ি সাগরদিঘির রামনগর এলাকায়। জানা গিয়েছে, চিকিৎসা করাতে মদন দাস ও তাঁর তার পরিবারের সদস্যরা বর্ধমানে গিয়েছিলেন। সেখানে ডাক্তার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সবাই। বুধবার ভোরে সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় আহত হন গাড়ির চালক সহ মোট চারজন। তাঁদেরকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা মদন দাসকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
অন্যদিকে, বুধবার সকালে রঘুনাথগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দু’জন। আহতরা জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার মিয়াপুর কালী মন্দিরের সামনে বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক মাছ ব্যবসায়ী। একই সঙ্গে অজগরপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক মহিলা। তাঁকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হল না, নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement