জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুটি হাতি নিমতি এলাকায় ঘুরছিল। এই দুটি বুনো হাতিকে এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে বলে এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে। সন্ধে হলেই এলাকায় চলে আসে দুটি হাতি। তান্ডব চালায় এলাকায়।
আরও পড়ুন: গাছে উঠে কি করছে পড়ুয়ারা! ভয় পাবেন না, যা করছে জানলে আপনিও স্যালুট জানাবেন
advertisement
গতকাল গভীর রাতে এলাকাবাসীরা আওয়াজ পেয়েছিলেন এলাকার ওই অঙ্গনওয়ারি কেন্দ্রটি ভাঙার। কিন্তু আতঙ্কের কারণে কেউ বের হননি। সকাল হতেই সকলে দেখতে পান অঙ্গনওয়ারি কেন্দ্রটি ভেঙে রয়েছে। কেন্দ্রের শিক্ষিকারা এসেও দেখেন এই পরিস্থিতি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেশনের চাল, ডিম কিছুই নেই। কেন্দ্রের শিক্ষিকারা বন দফতরের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এবার অঙ্গনওয়ারি কেন্দ্রটি তৈরি করে দেওয়া হয়। গতবারেও তৈরি করে দেওয়া হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। শিক্ষিকাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এবারেও যদি অঙ্গনওয়ারি কেন্দ্রটি ঠিক না করা হয়, তবে তারা আন্দোলনে নামবেন।
Annanya Dey






