Students Made Bird Nest: গাছে উঠে কি করছে পড়ুয়ারা! ভয় পাবেন না, যা করছে জানলে আপনিও স্যালুট জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
অপটু হাতে তৈরি করা জিনিস দিচ্ছে পাখিদের
আলিপুরদুয়ার: পরিবেশের ভরসাম্য বজায় রাখতে পাখিদের ছোট বাসা তৈরি করে দিচ্ছে স্কুল পড়ুয়ারা। অপটু হাতে ছোট ছোট পাখিদের ঘর তৈরি করেছে তারা। সেগুলি ঝুলিয়ে দেওয়া হচ্ছে জঙ্গলের গাছে।
ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা পরিবেশকে সুন্দর, নির্মল রাখতে বছরের প্রতি সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। বিভিন্ন অভিনব উদ্যোগ গ্রহণ করে থাকেন এই স্কুলের শিক্ষকরা। ফালাকাটা সংলগ্ন দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গলে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি পাখির বাসা ঝুলিয়ে দিয়েছে।নিজেদের অপটু হাতে শুধুমাত্র শিক্ষকদের সহায়তায় খড়, সুতো ও দড়ি দিয়ে এই পাখিদের বাসা তৈরি করেছে তারা।
advertisement
advertisement
ঝড়, বৃষ্টিতে বেশিরভাগ সময় ক্ষতিগ্রস্ত হয় পাখির বাসা। সেগুলি যাতে সক্তপোক্ত হয় তার জন্য এই উদ্যোগ নিয়েছে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক প্রবীর রায় চৌধুরী জানান, “পরিবেশ নিয়ে সারাবছর কিছু না কিছু ভেবে থাকি আমরা। পড়ুয়াদের সহযোগিতা পাই। এবারেও পাখির বাসা তৈরি করলাম আমরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও বীজ বোমা প্রস্তুত করেছে এই পড়ুয়ারা। এই বীজ বোমা প্রস্তুতিতে এটেল মাটি, গোবর ও ছাই ব্যবহৃত হয়। প্রতি বছর বীজ বোমা তৈরি করে তারা। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। জঙ্গলের ফাঁকা স্থানে ওই বীজ বোমাগুলোকে ছোড়া হয়। কিছু ছাত্র বাঁশের নির্মিত ফটকা বন্দুকের সাহায্যে নিম, জারুল প্রভৃতি বীজ সশব্দে ছড়িয়ে দেয়। গত কয়েকদিন ধরে তারা পাখির বাসা বানিয়েছিল, সেগুলো জঙ্গলের গাছের ডালে ঝুলিয়ে দেয় তারা। গাছকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করে বৃক্ষরাজিদের বাঁচিয়ে রাখতে তারা সদা সচেষ্ট থাকবে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 2:42 PM IST
